আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ব্যাবসায়ীর বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই ব্যবসায়ীর বাবা সহ ৭জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায়। এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার ব্যবসায়ী সোহেল রানার বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কছিম উদ্দিন মন্ডল, কর্মচারী শাকিল, ভাগিনা আশিকুর, ভাড়াটিয়া মাসুদ ও মাজেদা বেগমসহ ৭জন।
অভিযুক্তরা হলেন, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নুরুল ইসলামের ছেলে হৃদয় (২০), সাত্তারের ছেলে মামুন (২৮), মহির উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম আসাদ, মৃত আলাউদ্দিনের ছেলে শাকিল (২৫), মৃত শহিদুল্লাহর ছেলে রাশেদ (২৩), সিরাজুল ইসলামের ছেলে তুষার (২০), মোহাম¥দ তুহিন (১৮), আলাউদ্দিন আলার ছেলে শাকিল (২০) ও সিদ্দিক।
ভোক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা জানান, বেশ কিছু দিন আগে হৃদয়, মামুন, আসাদসহ একদল কিশোর বাড়িতে এসে তার কাছে মাসিক চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসার ক্ষতিসহ নানা রকম হুমকি প্রদান করে চলে যায়। এর পর গতকাল শুক্রবার রাতে তার কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ির চারপাশে ঘেরাও করে ৩০ থেকে ৪০ জন অতর্কিত হামলা চালায়। তাকে না পেয়ে বাড়িতে ইট-পাটকেল ছুড়তে থাকে। একপর্যায়ে তার বাবা বাঁধা দিতে গেলে তাকে, তাদের এক কর্মচারীসহ ৭জনকে পিটিয়ে আহত করে। হামরাকরীরা এসময় ডিস লাইনের তার ছিড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। পরে আশুলিয়া থানা পুলিশে খবর দিলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায় জানান, রাতেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ডিস ব্যবসার বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |