- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল স্কুলসহ শ্রমিক কলোনী
আশুলিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল স্কুলসহ শ্রমিক কলোনী
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার সাভারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে কিন্ডারগার্টেন স্কুল, শ্রমিক কলোনী ও দোকানপাট। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে স্কুলের অফিসকক্ষের সমস্ত কাগজপত্র, বসতঘরের আসবাবপত্র ও দোকানের মালামাল।
ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকান্ডে তাদের ৩০-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর শ্রমিক কলোনীর পাশে থাকা একটি সিএসজি গ্যারেজে বৈদ্যুতিক সট সার্কিট থেক আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার কলতাসূতি মাজার রোড বটতলা এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত বকসি আদর্শ পাবলিক স্কুল কিন্ডারগার্টেনের পরিচালক জহিরুল ইসলাম বকসি বলেন, রাত সাড়ে ১০ টার দিকে স্কুলের পাশেই শাহাবুদ্দিন মাষ্টারের মালিকানাধীন সিএনজি গ্যারেজ থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন গ্যারেজের পাশের টিনসেডের শ্রমিক কলোনী, দোকানপাট ও তার স্কুলে ছড়িয়ে পড়ে। আগুনে তার স্কুলের ৮ টি কক্ষ, ১৫ টি কম্পিউটার, পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট, বইপত্রসহ সবকিছু পুড়ে গেছে। এতে তার ১০ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক শাহাবুদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম বলেন, তাদের আধাপাকা টিনসেডের ১৭ টি কক্ষ পুড়ে গেছে। সেই সাথে ভাড়াটিয়াদের কক্ষে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ
সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে তাদের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এদিকে ইঞ্জিনিয়ার মতিউর রহমানের মালিকানাধীন স্কুল সংলগ্ন ৩-৪টি দোকান আগুন পুড়ে গেছে। এতে হোটেল, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদি দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।
ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবরে তাদের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ১৬টি বসতঘর, স্কুলের ৮টি কক্ষ ও তিন-চারটি দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, শ্রমিক কলোনীর পাশে একটি সিএনজি গ্যারেজে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
Please follow and like us:
20 20