আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩১
নজরুল ইসলাম মানিক, সাভার আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ আশুলিয়া জামগড়া শিমুলতলা এলাকায় এক মসজিদের সম্পত্তি দখল করার জন্য মসজিদের কমিটির বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে স্থানীয় কালাম মীর। এ ঘটনায় গতকাল শুক্রবার আদালত কর্তৃক নিযুক্ত ল্যান্ড সার্বে করার জন্য ্এডভোকেট কমিশনার সরেজমিন তদন্ত করেছে।
মসজিদ কমিটি ও স্থানীয় নামাজি মুনুল্লীরা জানান, প্রায় ৩ দশক ধরে জামগড়া গ্রামের বাইতুল জামে মসজিদ (মীরবাড়ী) এর নামে দিয়াখালী মৌজায় এস এ ৫, আর এস ৪৭ দাগে ৪৯ শতাংশ জমি ওয়াকফকৃত । বর্তমানে প্রায় ২৩ শতাংশ জমির উপর মসজিদের আয় ব্যয় ও উন্নয়ন করার জন্য এই সম্পত্তি উপর মার্কেট করেছে কমিটি। কালাম মীর ৪৬ দাগে ৩০ শতাংশ জমির মালিক বটে তার মধ্যে সড়ক ও জনপদের অধিগ্রহনকৃত ২৫ শতাংশ জমি বিলের অর্থ গ্রহন করার প্রমান পাওয়া গেছে এবং সোয়া ছয় শতাংশ জমি অন্যর্থ বিক্রি করারও দলিলাদীর প্রমান পাওয়া গেছে স্থানীয় কালাম মীর মসজিদের সম্পত্তি দখল করার জন্য মসজিদের কমিটির বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা ঠুকে দিয়েছে । এ ঘটনায় গতকাল শুক্রবার আদালত কর্তৃক নিযুক্ত ল্যান্ড সার্বে করার জন্য ্এডভোকেট কমিশনার মো: মিজানুর রহমান মৃধা সরেজমিন তদন্ত করেছে। এসময় বাদীর নিযুক্ত আইনজিবী ফয়সাল আহম্মেদ পাটোয়ারী ও বিবাদীর নিযুক্ত আইনজিবী মোহাম্মদ আলী হোসেন সহ স্থানীয় মুরুব্বীরা উপস্থিত থেকে জমিটি সার্বে করে। মসজিদের ওয়াকফকৃত জমি সার্বে করার পর তার মধ্যে বাদীর কোন জমি নেই।
মসজিদ কমিটির অন্য সদস্য আমিনুল ইসলাম দুলাল জানান, এই সম্পত্তির উপর প্রায় দেড় যুগ ধরে মার্র্কেট স্থাপন করে মসজিদের উন্নয়ন ও আয় ব্যয় করা হয়েছে। কয়েক মাস পুর্বে মার্কেটটি সংস্কার করার জন্য পুর্ননির্মান করছিলো। ঠিক সেই সুযোগে কালাম মীর আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করান। যার কারনে কয়েক মাস যাবত মসজিদের আয় বন্ধ হয়ে যায়। ফলে মসজিদটির উন্নয়নে বাধা প্রাপ্ত হয়েছে।
এডভোকেট কমিশনার মো: মিজানুর রহমান মৃধা বলেন, সিনিয়র জজ আদালত কর্তৃক নিযুক্ত হয়ে নালিশী সম্পত্তি সার্বে করার জন্য এখানে এসেছে। এই নালিশী সম্পত্তি বাদীর দাবীকৃত ৪৬ দাগের জমি কোথায় আছে তা সার্বে করে ন্যায় বিচারের স্বার্থে প্রতিবেদন করার প্রস্তুতি নিবো। এখন বাদীর দাবীকৃত জমির ২০ শতাংশ সরকার অধিগ্রহন করেছে আর ৪ শতাংশ জমি অন্যর্থ বিক্রি করেছে। কিন্তু ঘটনাস্থলে এসে বিবাদীর বক্তব্য ও দলিলাদী অনুযায়ী মামলার সাথে কোন মিল নেই তাই উভয় পক্ষের কাগজ পত্র ও দলিলাদীর দেখে প্রমান করে প্রতিবেদন দাখিল করবো আদালতে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |