- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
আশুলিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অটিজম ও শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে আশুলিয়ার জিরানী কলেজ রোড এলাকায় অবস্থিত ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে উক্ত আলোচনা সভা, দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোল্লা মোঃ ওয়ালিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আশুলিয়া থানা আ.লীগের অন্যতম সদস্য ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আ.লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃ শহীদুল্লাহ মুন্সী।
এসময় উপস্থিত বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু কুচক্রী মহল ক্ষমতার লোভে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সপরিবারে সবাইকে নির্মমভাবে হত্যা করে। সেদিন ঘাতকরা শিশু পুত্র শেখ রাসেল কেও নির্মমভাবে হত্যা করে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি ইতিহাসের রাখাল রাজা জাতির জনক ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। বাংলা ভাষা ও মাতৃভাষার গুরুত্ব বিশ্বের কাছে তুলে ধরেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকির মল্লিক, বাংলাদেশ অটিজম ও শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের স্থায়ী সদস্য মতিউর রহমান মোল্লা, শিমুলিয়া ইউনিয়ন আ.লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, আশুলিয়া থানা হকার্স লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ শরিফুল ইসলাম সবুজ, ফাউন্ডেশনের ত্রান ও দুর্যোগ সম্পাদক, শেখ মোঃ জাহিদ হাসান ও ধামসোনা ইউনিয়ন যুবলীগের মোঃ শাকিল হাসান লেলিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের , ভাষা আন্দোলনসহ ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে দোয়া করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে গণভোজ এর আয়োজন করা হয়।
Please follow and like us:
20 20