- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়ায় স্বজনের খোঁজ না পাওয়ায় অপারেশন হচ্ছেনা ৬০উর্ধ্ব রোকেয়া বেগমের
আশুলিয়ায় স্বজনের খোঁজ না পাওয়ায় অপারেশন হচ্ছেনা ৬০উর্ধ্ব রোকেয়া বেগমের
প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২০ ৩:২৪ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:-আত্মীয় স্বজনদের খোঁজ না পাওয়ায় অপারেশন হচ্ছেনা আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি সড়ক দূর্ঘটনায় আহত ৬০ উর্ধ বয়সী রোকেয়া বেগমের। গত ২৭ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট এলাকা থেকে অসুস্থ অবস্থায় রোকেয়াকে তুলে এনে আশুলিয়ার গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইন্সিটিটিউটে কর্মরত ডা. শাহীন এবং আশুলিয়া থানার উপ পরিদর্শক ফজর আলী। গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা বলেছেন রোকেয়া সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়েছে । তার চিকিৎসা চলছে কিন্তু গুরুতর আহত হওয়ায় তার মাজায় অস্ত্রপচার করা প্রয়োজন। রোকেয়ার নিকটাত্মীয় খুঁজে না পাওয়ায় সেটি সম্ভব হচ্ছেনা। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. তাহের জানান, রোকেয়া তার পরিচয় সঠিকভাবে বলতে পারছেনা। তবে রোকেয়ার ভাষ্য মতে, বাগেরহাট জেলার কোন এলাকায় তার বাড়ী হতে পারে বলে ধারনা করা হচ্ছে। #
Please follow and like us:
20 20