আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৭
সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার কুড়গাও এলাকার মাতৃহারা শিশু কন্যা মমকে জোর করে তুলে দিলো সৎ মায়ের কোলে। এ ঘটনায় মম এর নানীর পরিবারের মধ্যে শোকের ছায়ায় আবৃত। নাতী নুসরাত জাহান মমকে ফিরে পাওয়ার জন্য নানী ও তার পরিবার ধারে ধারে ঘুরছে।
মম এর নানির পরিবার সুত্রে জানা গেছে, আড়াই বছরের শিশু কন্যা মমকে ২০১৭ সালের ১০ মার্চ না ফেরার দেশে চলে গেছেন মা নাজমা আক্তার ফেন্সি। এর পর থেকে শিশু মম তার নানি রোকেয়া বেগমে নিকট সযতনে বড় হতে থাকে সেই সাথে ওই এলাকার সেন্ট্রাল স্কুলে ৩য় শ্রেনীতে পড়া লেখা করতো। নাজমা আক্তার ফেন্সি মারা যাওয়ার পর মমের বাবা মোশারফ হোসেন মিন্টু নতুন একটি বিবাহ করেন। এরপর মমের বাবা তাকে সৎ মায়ের নিকট তুলে দেয়ার মাস খানেক পর আবার সে তার নানীর বাড়িতে আসে। সৎ মায়ের নিকট থাকা এক মাসে শারিরিক, মানষিক ও নির্মম অযতেœর তথ্য জানায় মম। সৎ মায়ের রোষানলে পরে শিশু কন্যা মম বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হওয়ায় আর সে তার বাবার সাথে যেতে অস্বীকার করে। তার বাবা বার বার চেষ্টা করেও তার নানীর বাড়ি থেকে নিতে না পারায় স্থানীয় মেম্মারের সহযোগিতা নেয়। পরে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় মেম্বার শফিউল আলম সোহাগ মমের খালার মুঠোফোনে কল করে দ্রæত তার অফিসে আসার জন্য বলেন। তারপর শাহী কানন মমকে সাথে নিয়ে সরাসরি মেম্বারের অফিসে উপস্থিত হলে মমকে তার বাবার হাতে দিতে বলেন। ৭ বছরের শিশু মম অকাতরে কাদতে থাকে এবং তার বাবার সাথে যেতে অস্বীকৃতি জানায় এবং বলে আমি সৎ মায়ের কাছে যাবোনা। তারপরও মেম্বার কারোও কথা কর্ণপাত না করে শিশুটিকে জোর করে বাবার হাতে তুলে দেয় কিন্তু শিশুটি যেতে না চাওয়ায় টানা হেচরা করে নিয়ে যায়। এর পরের দিন মম তার খালার মুঠোফেনে মেসেজ লিখে তাকে রাতেই যশোরে নিয়ে আসছে। যদি তাকে ্ওইখান থেকে না আনা হয় সে মরে যাবে। এই কারণে মমের নানি ও খালা তার সৎ মায়ের রোষানল থেকে রক্ষা করার জন্য স্থানীয় গন্যমান্য ব্যাক্তি, মেম্বার ও সাংবাদিকদের ধারে ধারে ঘুরছে। মমের খালা শাহী কানন জানান, সে হালকা বাক প্রতিবন্ধি থাকায় মাঝে মাঝে মুখে কথা আটকে যায়। তাই তার পুর্ণাংগ সেবা, যতœ, চিকিৎসা, শিক্ষা দিবেনা সৎ মা রিতা আক্তার সুমি। কারন এরই মধ্যে সে শিশুটিকে বিভিন্ন ভাবে অযতœ অবহেলা করেছে এমনকি খাওয়ায় কষ্ট দিয়েছে। আরো জানা গেছে শিশুটির বাবা সারা মাস ঢাকার আশুলিয়ায় থাকেন তাই তার দেখবাল করার জন্য সৎ মা ছাড়া কেহ নেই। সেহেতু শিশুটি সম্পুর্ন ভাবে নিরাপত্তা হিনতায় ভুগবে।
এ ব্যাপারে পাথালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার শফিউল আলম সোহাগ জানান, আমার আইনে পরে বাবার সন্তান বাবার নিকট দেওয়া তাই দিয়েছি। তবে সৎ মায়ের নিকট যদি অযতেœ থাকে তাহলে আইনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |