আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বংশী নদীর তীরবর্তী আশুলিয়ার নয়াহাট বাজারের স্বর্ণপট্রিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ১৭টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের সদস্যরা এসময় ১৭টি স্বর্ণের দোকান ও একটি মুদিখানা থেকে ১১৮ভরি স্বর্ণালঙ্কার, ৯২৭ভরি রুপা এবং নগদ প্রায় ২২ লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের দাবী। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ স্বর্ণের দোকান মালিকরা জানান, রাত দেড়টার দিকে তিনটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৪০/৫০ জনের সংঘবদ্ধ একদল ডাকাত বাজারে প্রবেশ করে। পরে তারা বাজারের নিরাপত্তাকর্মী ও দোকানের কর্মচারীদের অস্ত্রের মূখে জিম্মি করে মারধর করতে থাকে। ডাকাতদলের হাতে বন্ধুক, পিস্তল ও দেশীয় অস্ত্র থাকার কারণে ভয়ে নিরাপত্তাকর্মী ও দোকান কর্মচারীরা কোন ডাক-চিৎকার করতে পারেনি। পরে ডাকাতদলের সদস্যরা এসময় ১৭টি স্বর্ণের দোকানে ঢুকে ১১৮ ভরি স্বর্ণালঙ্কার, ৯২৭ ভরি রুপা ও নগদ ২২লাখ টাকা লুট করে। এসময় একটি মুদিখানায়ও লুটপাট করে ডাকাত দলের সদস্যরা। পরে ভোর ৪টার দিকে তারা লুটপাট করে ইঞ্জিনচালিত নৌকাযোগে চলে যায়। ডাকাতি হওয়া দোকানগুলো মধ্যে রয়েছে, সৌরভ জুয়েলার্স, মনিকা জুয়েলার্স, ভূমি জুয়েলার্স এন্ড ওয়ার্কশপ, আরিফা গোল্ড পালিশ হাউজ, জবা জুয়েলার্স, তুহিন জুয়েলারী ওয়ার্কসপ, অন্তু জুয়েলার্স, সাথী জুয়েলার্স, যমুনা জুয়েলার্স, মতি জুয়েলারী ওয়ার্কসপ, পার্থ জুয়েলারী ওয়ার্কসপ, শুস্মীতা জুয়েলার্স, মাহফুজা জুয়েলারী ওয়ার্কসপ, দীলিপ স্বর্ণাললয়, জবা জুয়েলার্স। এছাড়াও আরো বেশ কয়েকটি স্বর্ণের দোকানসহ একটি মুদিখানার দোকানেও ডাকাতির ঘটনা ঘটেছে।
বাজারে নিরাপত্তার দ্বায়িত্বে থাকা বাবুল বলেন, রাত ১টার দিকে ডাকাতরা সেলো মেশিনের নৌকা দিয়ে আসে। তারা প্রায় এক’শ জনের উপরে হবে। আমাকে ধরে মারধর করে। চোখ বেঁধে ও হাত-পা বেঁধে রাখে। এরপর তারা প্রায় দুই ঘন্টা ছিলো। তারা সব স্বর্ণের দোকানে ডাকাতি করে। আমাদের চারজন সিকিউরিটিকে মারধর করে। সবাইকে বেঁধে রাখে।
নয়ারহাট জুয়েলারী মালিক সমিতির সভাপতি আশোতোষ বলেন, গত ১০০ বছরেও এমন নজিরবিহীন ঘটনা ঘটেনি। আমাদের অনেক কারিগর আহত হয়েছে যাদের আটক করে রাখা হয়েছিলো। বাজারের কমিটি রয়েছে। ব্যবসায়ীরা রয়েছে। তাদের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থায় আগাবো।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম, আশুলিয়া থানার ওসি (অপারেশন) আব্দুর রাশিদ।
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার বলেন, ‘আনুমানিক রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা সকালে খবর পেয়েছি। খবর পেয়েই ঘটনাস্থলে আসি। আমরা তদন্ত করছি। এ ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে যে ধরণের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরণের পদক্ষেপ নিবো।’
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |