নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ার বংশী নদীর তীরবর্তী নয়ারহাট বাজারের ১৭ স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন ভোক্তভোগী স্বর্ণ ব্যবসায়িরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন নয়ারহাট বাজার জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন রাজবংশী।
মামলার এজাহার থেকে জানা যায়, রোববার (৫ সেপ্টেম্বর) মনোরঞ্জন রাজবংশী রাত সাড়ে ৯টার দিকে তার শুভ জুয়েলার্স দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যান। অন্যান্য জুয়েলার্সের মালিকরাও রাত সাড়ে ১০টার মধ্যে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় চলে যায়। প্রতিদিনের ন্যায় সিকিউরিটি গার্ডরা বাজার পাহাড়া দিচ্ছিল। তবে রাত দেড়টার দিকে বংশী নদী দিয়ে স্পিডবোট ও ট্রলারে করে ৩০ থেকে ৪০ জনের একটি ডাকাত দল রাইফেল, রাম দা, হাইড্রোলিক কাটার, সেলাই রেঞ্জ ও লোহার রড নিয়ে বাজারে প্রবেশ করে। এ সময় সিকিউরিটি গার্ডদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে মজিদের মুদি দোকানের মধ্যে ফেলে রাখে। পরে ১৭টি স্বর্ণের দোকানে হানা দিয়ে ১২৬ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৭৫ লাখ ৬০ হাজার টাকা, ৯১২ ভরি রূপা যার আনুমানিক মূল্য ৯ লাখ ১২ হাজারসহ নগদ ১৭ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা।
খবর পেয়ে স্বর্ণ ব্যবসায়িরা সকালেই ঘটনাস্থল আশুলিয়ার নয়ারহাট বাজারে উপস্থিত হন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন মনোরঞ্জন রাজবংশী।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, ডাকাতির ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনা উদঘাটন ও মামলার তদন্ত নিয়ে কাজ করছে পুলিশ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |