- প্রচ্ছদ
-
- ঢাকা
- আশুলিয়া থেকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিলো সিআইডি
আশুলিয়া থেকে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তুলে নিলো সিআইডি
আশুলিয়া প্রেসক্লাবের চত্বরে সকল সাংবাদিকদের নিন্দা প্রকাশ
প্রকাশ: ২৯ মার্চ, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া ( ঢাকা) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার উপজেলা নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বুধবার ভোররাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয়ে মামলার কথা বলে নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
২৮শে মার্চ বুধবার ভোর ৫টার দিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকার আশুলিয়া থানাধীন আমবাগানের ভাড়া বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যায় । সিআইডির এ অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রাজু মন্ডল।
এ ব্যাপারে আশুলিয়া থানার (উপ-পরিদর্শক) এসআই রাজু মন্ডল বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযানটি শেষ হয়। তার বাসা থেকে কী কী জব্দ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তা আমি বলতে পারব না। সিআইডি টিমে কে কে ছিলেন জানতে চাইলে তিনি জানান, আমি তাঁদের নামও বলতে পারব না।’ তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সদরে। আশুলিয়ায় আমবাগান এলাকায় একটি বাড়ির নিচতলায় প্রায় বছর খানেক ধরে ভাড়ায় থাকতেন শামসুজ্জামান ও তার মা’।
ওই ভাড়া বাড়ির মালিক ফেরদৌস আলম কবির বলেন, ‘আমাকে সিআইডির লোকজন এসে জিজ্ঞেস করে যে, এই বাসায় শামসুজ্জামান থাকে কি না? হ্যা থাকে জানালে তাঁকে নিয়ে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম কী কারণে নেওয়া হচ্ছে? তখন আমাকে একজন বলেন, কোনো এক রিপোর্টের কারণে তাঁর নামে মামলা হয়েছে। সেই মামলায় তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এর বেশি কিছু বলতে পারব না।’ ঘটনার সময় শামসুজ্জামানের বাসায় ছিলেন স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘বাসায় এসে সিআইডি সদস্যরা একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক জব্দ করেন এবং সেগুলোর তালিকা করেন। সে সময় শামসুজ্জামানকে জামা কাপড়ও নিতে বলেন। এ সময় কক্ষের ভেতরে দাঁড় করিয়ে তাঁর (শামসুজ্জামান) এর ছবি তোলা হয়। ৫ থেকে ৭ মিনিটের মধ্যে তাঁরা বের হয়ে যায়। ৩টি গাড়িতে এসেছিলেন সিআইডি সদস্যরা।’ তবে একটি গাড়ী নাম্বার প্লেট হীন ছিলো। এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কী না তিনি এখনও নিশ্চিত নন। খোঁজ খবর নিয়ে জানাবেন।
এ ঘটনায় আশুলিয়া প্রেসক্লাবের চত্বরে সকল সাংবাদিক নিন্দা প্রকাশ করেন এবং অবিলম্ভে তার নিঃশর্ত মুক্তি দাবী জানান।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন সহকারী কমিশনার (এসি) রবিউল করিমের একমাত্র ছোটভাই প্রথম আলোর এই সাংবাদিক শামসুজ্জামান শামস।
Please follow and like us:
20 20