আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩১
লেখক আবুবকর সিদ্দিক,সাংবাদিক:বাংলাদেশ বর্তমানে একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নয়ন করছে। কিন্তু আয়কর বিভাগ কর আদায় থেকে শুরু করে সকল ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। সকল ব্যক্তির আয় উপার্জন থেকে শুরু করে সকল ক্ষেত্রে উৎস পর্যায়ে আয়কর কর্তনের ব্যবস্থা প্রবর্তন করতে হবে। যেমন বেতন-ভাতাদি, যে কোন ক্রয়, প্রাপ্তি বিনিয়োগ সহ গৃহ-সম্পত্তি নির্মাণ পর্যায়ে বাড়ীর নকশা পাশের সময় নকশা পাশকারী কর্তৃপক্ষ একটি সহনীয় পর্যায়ে সরকার কতৃর্ক নির্দ্ধারিত কর প্রদান স্বাপেক্ষে নকশা পাশের ব্যবস্থা করতে হবে। এতে করে সময়, হয়রানী কম এবং কর আদায় অনেক বেশী হবে। কর কর্মকর্তাদের সম্মুখে কোন করদাতা বা আইনজীবী শুনানীর মাধ্যমে কর নির্দ্ধারন বন্ধ করতে হবে। এত করে অপরাধ সৃষ্টির প্রবনতা বৃদ্ধি পেয়ে থাকে। আইনজীবীগণ তারা তাদের চেম্বার প্রেক্টিস করবে। করদাতাগণ তাদের প্রতি অর্থ বৎসরের সকল কাগজ পত্র নিয়ে আইনজীবী চেম্বারে আসবে- আইনজীবী হিসাব নিকাশ অন্তে কর জমা দিয়ে ফাইল রেডি করে দিবেন অথবা করদাতা যদি নিজে পারেন তাহলে সবকিছু প্রস্তুত করে জমা দিবেন। একজন করদাতা যদি চাকুরীজীবী, ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা অথবা যে কোন ধরনের করদাতা হন না কেন তাদের আয়কর ফাইল কর কর্মকর্তাগণ বিভিন্ন সময়ে ইচ্ছামত অডিট, অর্থডক্স অথবা ডিজি ইন্সপেকশনের জন্য নির্বাচন করে। এই ফাইল গুলো প্রথমে কর-সার্কেলের কর পরিদর্শক দ্বারা তদন্ত করে “উপকর কমিশনার” করদাতার সংগে শুনানীর মাধ্যমে খসড়া কর নির্দ্ধারন করে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য “পরিদর্শী যুগ্ন কর কমিশনারের” নিকট প্রেরন করেন। করদাতা পরিদর্শী যুগ্ন কর কমিশনারের নিকট শুনানী শেষে আবার সংশ্লিষ্ট কর-অঞ্চলের সর্বোচ্চ কর কর্মকর্তা “কর কমিশনার”- এর নিকট অনুমোদনের জন্য প্রেরণ করেন। করদাতা “কর কমিশনারের” নিকট সন্তোষজনক শুনানী শেষে ফাইল অনুমোদন সম্পন্ন হয় অন্যথায় আপীল, ট্রাইবুনাল অথবা হাইকোর্ট নিয়ে ব্যস্ত থাকতে হয়। আবার সর্বোচ্চ কর কর্মকর্তা “কর কমিশনার” কর্তৃক ফাইল অনুমোদন হলেও ডিজি ইন্সপেশন উক্ত আয়কর ফাইল পুনঃ উন্মোচন করার নির্দেশ প্রদান করেন। একজন করদাতাকে যদি সারা বৎসর আয়কর মামলা- মোকদ্দমা নিয়েই ব্যস্ত থাকতে হয় তা হলে উক্ত চাকুরীজীবী তার কর্মস্থলে সুষ্ঠভাবে কর্ম-পরিচালনা করতে পারবে না একইভাবে একজন ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাকে আয়কর ফাইল নিয়ে যদি সারা বৎসর নীচের কর্মকর্তা হইতে শুরু করে উর্দ্ধতন কর্মকর্তার অফিসে দৌড়া-দৌড়ি করতে হয় তা হলে সেই ব্যবসায়ী তাহার ব্যবসায়ে সফলতা আনতে পারবে না এবং শিল্প উদ্যোক্তাগণ ও তাহার শিল্পের উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ ও বহিবিশ্বের বাজার ধরতে পারবে না এবং দেশের অর্থনীতিতে কোন অবদান রাখতে পারবে না।
এমতাবস্থায় দেশের অভ্যন্তরীণ সম্পদ হইতে অতি সহজে ও বেশী পরিমাণ কর আদায়ের স্বার্থে আগামী ২০২৩-২৪ অর্থ বৎসরের বাজেটে “কর কর্মকর্তাদের” যতই বাধা থাক না কেন সকল ক্ষেত্রে উৎস পর্যায়ে কর আদায়ের ব্যবস্থা ও করকর্মকর্তাদের সম্মুখে করদাতাদের শুনানীর পদ্ধতি বাতিলের জন্য আইন প্রনেতা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, অর্থনীতিবিদ সহ আয়কর বিষয়ে সকল বিশেষজ্ঞ ব্যক্তিগণের দৃষ্টি আশা করছি।
-লেখক আবুবকর সিদ্দিক,সাংবাদিক
bvnews joypurhat@ gmail.com
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |