- প্রচ্ছদ
-
- রাজনীতি
- ইউটিউবের স্বীকৃতি পেল বিএনপি
ইউটিউবের স্বীকৃতি পেল বিএনপি
ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো ’সিলভার প্লে বাটন ক্রেস্ট’টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে হস্তান্তর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:- টেক জায়ান্ট গুগলের বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল (https://youtube.com/c/bdbnp)।
Bangladesh Nationalist Party-BNP নামের এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি পত্র ও ক্রেস্ট পাঠিয়ে অভিনন্দন জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবার দুই লাখ সাইত্রিশ হাজার।
বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ডের ভিডিও দলীয় কর্মী-সমর্থক ও জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে ধারাবাহিকভাবে ভিডিও লাইভ/আপলোড করা হয়।
আর এরই স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ Bangladesh Nationalist Party-BNPকে তার ‘সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ নামের সিলভার প্লে বাটন ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউটিউব কর্তৃপক্ষের পাঠানো ’সিলভার প্লে বাটন ক্রেস্ট’টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে হস্তান্তর করা হয়।
বিএনপি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।
এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির দপ্তরে চলতি দায়িত্বে নিয়োজিত সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সাংবাদিক আতিকুর রহমান রুমন ,বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসের অন্যতম সদস্য শায়রুল কবির খান প্রমুখ ।
Please follow and like us:
20 20