জাকির হোসেন সুমন , ব্যুারো চিফ ইউরোপ : জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ইতালির ভেনিসে হয়ে গেলো আইঅন টিভি কভিড ১৯ হিরো কমিউনিটি এওয়ার্ড । ইতালির ভেনিসে করোনা কালীন সময়ে বাংলাদেশী যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের মধ্য থেকে বেশ কয়েক জন কে দেয়া হয় এ এওয়ার্ড । বিল্লাল হোসেন এর কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। আইঅন টিভি র ইতালি নর্দ প্রতিনিধি নাজনীন আখতার এর সভাপতিত্বে ভেনিসের মেসত্রে সিনেমা দানতে হলে আয়োজিত কভিড এওয়ার্ড ও আলোচনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ছাড়াও ইতালিয়ান রা উপস্থিত ছিলেন। অইঅন টিভির ইউরোপ ইনচার্জ মনিরুজ্জামান মনির এর প্রানবন্ত উপস্হাপনায় মেসত্রে পৌরসভার কর্মকর্তা ইলেনীয়া মারতিন , ডাবিডে ফারাওন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বিডি নিউজের সম্পাদক ও প্রকাশক আবু সাঈদ রিয়াজ , কমিউনিটি ব্যাক্তিত্ব কাজী আব্দুল মান্নান , সরদার সালাউদ্দিন নান্নু , রফিক ছৈয়াল , নেমাল চৌধিরী , মোস্তাফিজুর রহমান রবিন , শাহাদাত হোসাইন , ইব্রাহিম জমারদার , আজাদ খান , ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু , শহিদুল ইসলাম , সেলিম জাভেদ বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাউসার প্রমূখ ।
আলোচনার ফাকে ফাকে নাম ঘোষণা করা হয় কভিড ১৯ হিরো দের । যারা করোনা কালিন সময়ে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করেছেন । সেই সব যোদ্ধারা হলেন , ভেনিসে সিভিল প্রটেকশনে কর্মরত আব্দুল হুমায়ুন এর পক্ষে তার বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল রউফ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন , এর পর ক্রেস্ট গ্রহণ করেন পর্যায়ক্রমে মোবারক হোসাইন , কবির মাহমুদ ( দেশ ফাস্ট ফুড ) সেন্তো কর্তুরালে ইসলামিক দাল বাংলাদেস মারঘেরা মসজিদ কমিটির পক্ষে মোহাম্মদ সেকান্দার , মনির সর্দার , খোকন জমাদ্দার , জিল্লুর রহমান পাঠান , বাংলাদেশ কমিউনিটি ভেনিসের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন শাহাদাত হোসাইন , মোস্তাক আহাম্মেদ , আমজাদ হোসেন , আফজাল আলী । এরপর ক্রেস্ট গ্রহণ করেন কাজী আব্দুল্লাহ আল রোনাক , আরকোভালেনো এস আর এল এর জামান মনিরুজ , আল মামুন ঢালী ( হোটেল টিটো ) , রফিক ছৈয়াল , কমিউনিটি ব্যাক্তিত্ব ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার ক্রেস্ট টি গ্রহণ করেন ভেনিস বাংলা স্কুলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আক্তার , এছাড়া ও দুই জন সংবাদিককে সম্মাননা দেয়া হয় । তারা হলেন , যমুনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ পএিকার ইতালি প্রতিনিধি এসকে এমডি জাকির হোসেন সুমন ও আর টিভি ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান আসলাম । এছাড়া ও স্হানীয় সংসদ সদস্য নিকোলা পেল্লিকানি অনিবার্য কারন বসত উপস্থিত না থাকতে পারায় তার ক্রেস্ট টি আইঅন টিভি র ইতালি নর্দ প্রতিনিধি নাজনীন আখতার হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী সাকিবা।