আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০০
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ ঃ ইতালির করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় , বিভিন্ন বিভাগে সাদা জোন ঘোষনা হওয়ার পর জন জীবনে কিছুটা সস্তি নেমে এসেছে। করোনার প।রকপ বৃদ্ধি হওয়ার ফলে ইতালি প্রবাসী বাংলাদেশী সহ ইতালিয়ান ও অন্যনন দেশের প্রবাসীরা লক ডাউনে ঘর বন্দী থেকে হাপিয়ে উঠেছিলো । বন্ধ হয়ে গিয়েছিলো বিনোদন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সভা সমাবেশ । চলতি মাস হতে সাদা জোন ঘোষণার পর হতে সভা সমাবেশ ও বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি ও গ্রিল পার্টি শুরু দিতে শুরু করেছেন। বিভিন্ন শহরের ন্যায় ইতালির ত্রেভিজো শহরে লক ডাউন থেকে হাপিয়ে ওঠা বেশ কয়েকটি বাংলাদেশী পরিবার তাদের ছোট ছোট সন্তানদের নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে গ্রিল পার্টির আয়োজন করে । দীর্ঘদিন পর সকলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া, আড্ডা ও ছোট ছোট ছেলে মেয়েরা হৈ-হুল্লোড়ে মেতে উঠে ।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |