আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৫
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ ঃ ইতালিতে জন্ম নিয়ে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মকে মাতৃভাষা ও বাংলা শিক্ষা দেয়ার লক্ষ্যে বর্তমানে ইতালির বিভিন্ন শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনেক বাংলা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে । দীর্ঘ দিন চেষ্টার পর ভেনিস বাংলা স্কুলের আমন্ত্রণে ইতালির বিভিন্ন শহরে গড়ে উঠা বাংলা শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের সুবিধা অসুবিধা অভিজ্ঞতার বিষয় নিয়ে আলোচনা সভা করেন । আলোচনা শেষে এই প্রথম বারের মতো বাংলা শিক্ষা প্রতিষ্ঠান গুলো কে সামনের দিকে এগিয়ে যেতে ফেডারেজিঅনে ডেল্লা স্কলে বেঙ্গালেজে ইন ইতালিয়া নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করা হয় । Federazione delle Scuole Bengalese in Italia সভায় সভাপতিত্ব করেন বাংলা স্কুল মনফালকনে’র সভাপতি নুরুল আমিন খন্দকার এবং সভা যৌথ ভাবে পরিচালনা করেন মোঃজিয়াউর রহমান খান সোহেল সাধারণ সম্পাদক বাংলা স্কুল মনফালকনে এবং কাউসার জামান সভাপতি ব্রেসিয়ার বাংলা একাডেমি। সভায় সংগঠনের জন্য নতুন সংবিধান রচিত হয় এবং স্কুলের নাম নির্ধারিত হয়। কার্যকরী কমিটির সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হন নুরুল আমিন খন্দকার বাংলা স্কুল মনফালকনে। প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন সৈয়দ কামরুল সারোয়ার সভাপতি ভেনিস বাংলা স্কুল । তাছাড়াও ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন হুমায়ুন কবির সভাপতি পাদোভা বাংলা স্কুল এন্ড কালচারাল সেন্টার । এবং মহাসচিব নির্বাচিত হন কামরুল হাসান রাসেল সভাপতি ত্রেভিজো বাংলা স্কুল। তাছাড়াও সভায় ইতালির বিভিন্ন শহরে গঠিত বাংলায় স্কুল সমূহের মধ্যে এ,জি,এম, জয়নাল সভাপতি বাংলা স্কুল এন্ড কুলতুরাল সেন্টার পিওলতেল্লো মিলান সহ বিভিন্ন স্কুলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন এবং সবাই আশা প্রকাশ করেন অতি শীঘ্রই একটি পূর্নাঙ্গ কমিটি গঠিত হবে এবং যার মাধ্যমে স্কুলগুলোর বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং আগামী প্রজন্ম বাংলা শিক্ষার সংস্পর্শে থেকে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |