- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- ইতালিতে বাংলা স্কুল গুলোর মধ্যে পরিচিতি বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক ভার্চুয়াল মতবিনিময়
ইতালিতে বাংলা স্কুল গুলোর মধ্যে পরিচিতি বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক ভার্চুয়াল মতবিনিময়
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১ ৬:৩৬ পূর্বাহ্ণ
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : -প্রবাসে জন্মনেয়া নতুন প্রজন্মকে মাতৃভাষা বাংলা দেশিয় সংস্কৃতি ইতিহাস শিক্ষা দেয়ার প্রয়াসে ইতালির বিভিন্ন শহরে গড়ে তোলা হয় বাংলা স্কুল। অনেক শ্রম ত্যাগ ও বাঁধা বিপত্তির মধ্যে পরিচালিত হচ্ছে বাংলা স্কুলসমূহ।
কিভাবে এইসব প্রতিকূলতা কাটিয়ে উঠে এক স্কুল অন্য স্কুলের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সেই লক্ষ্যে বাংলা স্কুল মনফালকনে গরিঝিয়া ইতালি এর সন্মানিত সভাপতি নুরুল আমিন খন্দকার এর আহ্বানে সাড়া দিয়ে বাংলা স্কুল সমূহের মধ্যে শনিবার স্হানীয় সময় সন্ধ্যা ৭টায় এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলা স্কুল মনফালকনে এর সভাপতি নুরুল আমিন খন্দকার কে সভাপতি নিয়োজিত করা হয় এবং বাংলা স্কুল মনফালকনে এর সাধারণ সম্পাদক মোঃজিয়াউর রহমান খান সোহেল ও কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ কে যৌথ সঞ্চালনার দায়িত্ব দেয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন আবুল হোসাইন পাপ্পু এবং গীতা পাঠ করেন আতাশি শাহা।
শুভেচ্ছা বক্তব্যে নুরুল আমিন খন্দকার কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করেন
১) প্রাতিষ্ঠানিক সনদ অর্থাৎ বাংলাদেশের শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার সনদ প্রদান (২) শিক্ষক /শিক্ষিকাদের জন্য সম্মানি ভাতা ব্যবস্হা( ৩) শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশের জন্য সাহিত্য, সংস্কৃতি, জাতীয় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , কবিতা আবৃত্তি এসব অনুষ্ঠানের জন্য বাৎসরিক অনুদান (৪) যথা সময়ে পাঠ্যপুস্তক সরবরাহ।
তারপর পর্যায়ক্রমে অংশগ্রহণকারী সকল স্কুলগুলো তাদের স্কুলের পরিচয় তুলে ধরেন।
সভায় বিভিন্ন স্কুল থেকে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার,সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষিকা মনোয়ারা,বাংলা স্কুল এন্ড কুলতোরাল সেন্টার পিওলতেল্ল মিলান এর সভাপতি এ,জি,এম জয়নাল,বাংলা আইডিয়াল স্কুল বোলজানো প্রতিষ্ঠাতা পরিচালক মুহিবুর রহমান কামাল,প্রধান শিক্ষিকা আনুকা হোসাইন,বাংলা একাডেমি ব্রেসসিয়া এর পরিচালক কাওসার জামান,আল হেরা একাডেমি জেনোভা এর পরিচালক ফকরুল ইসলাম,স্কুলের প্রধান শিক্ষক আরিফ হাসান, ত্রেভেজো বাংলা স্কুল এর সভাপতি কামরুল হাসান রাসেল ও বাংলা স্কুল মনফালকনে এর সহ সভাপতি সাখাওয়াত হোসেন খান।
সভায় উপস্থিত সকলে এধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং সবাই আশাবাদ ব্যাক্ত করেন প্রবাসে স্কুল পরিচালনায় যেসকল প্রতিবন্ধকতা গুলো আছে তা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দূরীকরণে সচেষ্ট হবেন।সকলে আরো আশাবাদ ব্যাক্ত করা হয় আজকের কথাগুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি গোচর হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সচেষ্ট হবেন।
Please follow and like us:
20 20