জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ : ইতালিতে সম্পন্ন হয়ে গেলো মিনি বাস্কেটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা । ইতালির প্রায় ৪০ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পাদোভা শহরে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে পাদোভার পেতরাকা দল বনাম ত্রেভিজো মিনি বাস্কেট দল প্রতিদ্বন্দ্বিতা করেন । খেলায় পাদোভা পেতরাকা দল ১০ পয়েন্ট ও ত্রেভিজো মিনি বাস্কেট দল ১৪ পয়েন্ট অর্জন করে। খেলায় ৪ পয়েন্ট এগিয়ে থেকে ত্রেভিজো মিনি বাস্কেট দল জয়ী হয়। উক্ত টুর্নামেন্টে বিজয়ী দলে ১১ বছর বয়সী ফেনী জেলার একমাত্র বাংলাদেশী ওয়াজির ইসলাম সালিল অংশগ্রহণ করে সবার নজরে আসেন। উল্লেখ যে , ওয়াজির ইসলাম সালিল ইতালির ত্রেভিজো শহরে বসবাসরত ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সবুজ এর বড় পুত্র ।