- প্রচ্ছদ
-
- প্রবাসের সংবাদ
- ইতালিতে ভেনিস বাংলা স্কুলে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স শুরু
ইতালিতে ভেনিস বাংলা স্কুলে ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স শুরু
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:০৫ পূর্বাহ্ণ
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ :-মহামারি করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন ভেনিস বাংলা স্কুলের কার্যক্রম কিছুটা স্থবির থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার কারনে – বাংলা ও ইতালিয়ান কম্পিতির পরে শুরু হলো ইতালিতে নতুন আসা মহিলাদের জন্য ইতালিয়ান ভাষা শিক্ষা কোর্স । এই কোর্স দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে – গ্রুপ এ প্রতি মঙ্গলবার ও বুধবার সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত , এবং গ্রুপ বি প্রতি সোমবার ও মঙ্গলবার সকাল ১০ টা ১৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত চলবে। গত ২ ই ফেব্রুয়ারী মঙ্গলবার কোর্স শুরুর পূর্বে সৌজন্যে স্বাক্ষাতে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, নাসির উদ্দীন পান্না, সোহেলা আক্তার বিপ্লবী, আশিক পলস্ , রিয়াজুল ইসলাম, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি ও আফসারী খানম রিক্তা – এই কোর্সের শিক্ষীকা এমানোয়েলা স্বাস্হ্য বিধি মেনে ইতালিয়ান ভাষার শিক্ষার কোর্স পরিচালনা করবেন। ইতালিয়ান ভাষা কোর্স চলবে জুন মাস পর্যন্ত।
Please follow and like us:
20 20