আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৯
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : আজ থেকে শুরু হয়েছে ইতালিতে সিটি কর্পোরেশন নির্বাচন । এই নির্বাচনকে ঘিরে ভেনিসে বিরাজ করছে উৎসব। তিন জন বাংলাদেশী বংশ্বো ভূত এ নির্বাচনে অংশ নেয়ায় নির্বাচনী হাওয়া বিছে সর্বত্র।
ইতালির ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজে পুরো ভেনিস শহর। মূল ধারার রাজনীতি তে বাংলাদেশী বংশ্বোভূত তিন জন নির্বাচনে অংশ নেয়ায় আলোচনা চলছে সর্বত্র । আজ রবিবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে , চলবে রাত ১১ টা পর্যন্ত । এছাড়াও আগামী কাল সোমবার সকাল ৭ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। বাংলাদেশী যে তিনজন প্রার্থী তারা হলেন , মনোয়ার ক্লার্ক , কাউন্সিলর প্রার্থী ( ভেনেচ্ছিয়া এ তুয়া ) পার্টি , ভেনিস ।
আফাই আলী , ওয়ার্ড কাউন্সিলর , ম্যাস্রে কার্পেনেদো সিটি কর্পোরেশন ভেনিস। পার্তিত ডেমোক্রেটিক ( পিডি) পার্টি , ক্ষমতাসীন জোট , ভেনিস।হুমায়ুন আব্দুল , ওয়ার্ড কাউন্সিলর মারঘেরা সিটি কর্পোরেশন পিডি পার্টি ।নিজ নিজ ভোট কেন্দ্রে বাংলাদেশী বংশ্বো ভূত প্রার্থী ও ভোটার টা ভোট প্রদান করেন। পাশাপাশি ইতালিয়ান ভোটার দের উপস্থিত ও ছিলো চোখে পড়ার মতো।
ভেনিস সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৯ ( নয় জন ) মেয়র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। । ভেনিসের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার । এর মধ্যে ম্যাস্রে কার্পেনেদো সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৬৪ হাজার ও মারঘেরা সিটি করপোরেশনে ১৯ হাজার ভোটার রয়েছে। এর মধ্যে ইতালিয়ান পাসপোর্ট ধারী বাংলাদেশী ভোটারের সংখ্যা প্রায় ৫ শতাধিক । এরমধ্যে ভেনিসে অবস্থান করছেন প্রয় ২ শতাধিক বাংলাদেশী ভোটার। এ নির্বাচনে শতাধিক কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন । এর মধ্যে ভেনিস সিটি করপোরেশনে ৩৬ জন , ম্যাস্রে সিটি কর্পোরেশন এ কাউন্সিলর পদে ২৮ জন ও মারঘেরা সিটি কর্পোরেশনে ১৮ জন জয়ী হবেন। ভেনিসে মোট ২৫৬ ( দুই শত ছাপ্পান্ন ) টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |