আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫০
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ ঃ-বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনে প্রাকৃতিক চিত্র পরিলক্ষিত হলেও ইতালির ভেনিসের আবহাওয়া পরিবর্তনে রিতিমত অবাক সেখানকার জনসাধারণ। বিগত ২ শত বছরে দেখেনি এমন আবহাওয়া । যে সময়টাতে ভারী জ্যাকেট পরে থাকার কথা ইতালিতে ঠিক সেই সময় সামারের ন্যায় টি সার্ট করে পর্যটন নগরীতে ঘুরছে পর্যটকরা। যা দেখে রীতিমত অবাক সেখানকার জনসাধারণ। ভেনিসে বসবাসরত কলামিষ্ট ও সাংবাদিক পলাশ রহমান জানান, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে ইতালির ভেনিস সহ পর্যটন নগরীর চিত্র প্রায় একই রকম। সেপ্টেম্বর এর শেষের দিক হতে ইউরোপের বিভিন্ন দেশে শীত শুরু হয়ে যায়। অক্টোবর মাস হতে এখানকার অধিবাসীদের শীত হতে রক্ষায় ভাড়ী জ্যাকেট পরিধান করতে দেখাযায়। কিন্তু এ বছরের চিত্র পুরোপুরি উল্টো । অনেকেই বলছেন বিগত ২ শত বছরে এমন আবহাওয়ার কথা শোনা যায়নি ।
বাংলাদেশ হতে ঘুরতে আসা পর্যটক আইনজীবী , মানবাধিকার কর্মী ও ফ্রিল্যান্স সাংবাদিক তানবীর সিদ্দিকী জানান, গত কদিনে উপচে পরা ভিড় ভেনিস বাসীকে বিস্মিত করেছে। এ সময়ে এমন গরম ও রোদময় আবহাওয়ায় খুশি পর্যটকরা। তবে ৪ দিন ছুটি থাকায় আকাশ ও রেলপথের ভাড়া বৃদ্ধি পাওয়ায় অনেকেই আটকা পরেছেন , পর্যটকদের নির্ধারিত বাজেট হতে ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পরেছেন অনেকেই।
ভেনিসের ব্যাবসায়ী কবির মাহমুদ জানান, গত কয়েক বছরের করোনা কালিন সময়ে পর্যটন না আসায় বাংলাদেশী সহ স্হানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। চলতি বছর গড়ে প্রতিদিন দেশী বিদেশী লক্ষাধিক পর্যটকের আনাগোনায় কিছুটা বিক্রি বৃদ্ধি পাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিচ্ছেন।
স্হায়ীয় ব্যাবসায়ীরা মনে করেন আরো কিছুদিন এমন আবহাওয়া বহাল থাকলে ভেনিস সহ ইতালির পর্যটন নগরীর ব্যাবসায়ীরা কিছুটা হলেও পূর্বের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |