আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২১
জাকির হোসেন সুমন , ব্যুরো প্রধান ইউরোপ : প্রবাসে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান । এরই ধারাবাহিকতায় ইতালির ভেনিসে উদ্বোধন করা হলো বাংলাদেশী মালিকানাধীন আলম আলেমেন্টারি নামক স্টেশনারি ব্যবসা প্রতিষ্ঠান । ভেনিসের মেসত্রে ভিয়া পিরাগেত্ব ( পার্কো পিরাগেত্ব র সাথে নতুন এ ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশী পন্য সহ ইতালিয়ান পন্য সামগ্রি সুলভ মূল্যে বিক্রি করা হবে বলে জানান প্রতিষ্ঠান টির মালিক দীর্ঘ দিন ভেনিসে বসবাসরত চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ আলম। টাটকা শাক , সবজি , মাছ, মাংশ চাল , ডাল , ফল ও পানীয় সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্য পাওয়া যাবে আলম আলেমেন্টারিতে। নতুন এ ব্যবসা প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয় মিলাদ ও দোয়ার মাধ্যমে । নতুন এ ব্যবসা প্রতিষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করে ভেনিস বাংলা স্কুলের সভাপতি ও কমিউনিটি ব্যাক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ার । সে সময় উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর নাসির , ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ এসোসিয়েশন ভেনিসের সভাপতি মোহাম্মদ আলী , ভেনিস বি এন পি নেতা জাহাঙ্গীর আলম , আমিরুল ইসলাম , রফিক , নাহিদ , শাওন , সায়েম , মিঠু , শান্ত , সালামত, সহ আরো অনেকে ।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |