আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৯
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : ইতালির ভেনিসে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত সি এস এন কাফ অফিসের ৬২ তম শাখা উদ্ভোদন করা হয়েছে। ভেনিসের মেসত্রে ভিয়া পিয়াভে ১০৯ নাম্বার অফিসে প্রবাসীদের আইনি সহায়তা সহ সকল প্রকার অফিসিয়াল ডকুমেন্টস ফরম পূরণ , অর্থ প্রেরন করা হবে। এ সময় সি এস এন কাফ অফিসের ৬২ তম শাখা উদ্ভোদন করেন সি এন এস কাফের প্রেসিডেন্ট পলাশ হাওলাদার। সে সময় উপস্থিত ছিলেন সি এস এন এর পরিচালক মার্কেটিং সরফরাজ দীন , ভেনিস শাখা কাফ অফিসের পরিচালক মো : মতিউর রহমান । এছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , আব্দুর রাজ্জাক , মোহাম্মদ আলী , রাশেদ মিয়া , রতন মিয়া , সহ আরো অনেকে । সি এস এনের ভেনিস শাখার পরিচালক মোঃ মতিউর রহমান জানান , সঠিক সেবা দিতে প্রবাসীদের জন্য সি এস এন ৬২ তম শাখা ভেনিসে খুলেছে । করোনা কালিন সময়ে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |