আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩০
জাকির হোসেন সুমন , ব্যাুরো চিফ ইউরোপ :-ইতালি আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল কে ভেনিস শাখা আওয়ামী লীগ গন সংবর্ধনা দিয়েছে । নবনির্বাচিত ইতালি আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ভেনিস পৌছালে বিভিন্ন শহর হতে আসা নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে মারঘেরা স্থানীয় একটি হল রুমে ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাহ্জাহান কবির ইদ্রিছ এর সভাপতিত্বে, ও সাধারন সম্পাদক আব্দুর নাছির , সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান উজ্জ্বল এর পরিচালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশ ও এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে স্মরন করা হয় । শ্রদ্ধা জানানো হয় শহীদ মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু সহ বীর সেনাদের। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিব চৌধুরী সাবেক সহ-সভাপতি ইতালি আওয়ামী লীগ, হাদিউল ইসলাম হাদী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইটালি আওয়ামী লীগ, আবু তাহের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইতালি আওয়ামী লীগ, সেলিম দেওয়ান সাবেক সাংগঠনিক সম্পাদক ইতালি আওয়ামী লীগ,আইন বিষয়ক সম্পাদক ইতালি আওয়ামী ফারুক খালাসী, আশ্রাফুল আলম সেলিম সভাপতি লাসপেসিয়া আওয়ামীলীগ , আল মাহমুদ(রফিক)সহ-সভাপতি, রোম মহানগর আওয়ামী লীগ আশরাফুল আলম সেলিম সভাপতি লাসপেছিয়া আওয়ামী লীগ, মাসুদ পারভেজ ভারপ্রাপ্ত সভাপতি মনফালকুনে আওয়ামীলীগ , নুরুল আমিন হাওলাদার, সাধারণ সম্পাদক, মনফালকুনে আওয়ামীলীগ , জামাল খান সাংগঠনিক সম্পাদক মনফালকুনে আওয়ামীলীগ , ফিরোজ বেপারী আনকোনা আওয়ামী লীগ নেতা, ওবায়দুল খান আনকোনা আওয়ামীলীগ , মামুন ছৈয়াল , রহমান দেওয়ান আহবায়ক জেনোভা আওয়ামীলীগ , ডায়মন্ড সিকদার সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক, বিপ্লব বলোনিয়া আওয়ামীলীগ , ইমাম হোসেন সাধারন সম্পাদক ফিরেন্স আওয়ামীলীগ , নাদিম বেপারী সাবেক সভাপতি নাপলী আওয়ামী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি রুহুল আমিন ছৈয়াল, খোরশেদ মাঝি , সহ-সভাপতি, আবুল কাশেম সিকদার,নুর আলী পাঠান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি , আওয়ামীলীগ নেতা মশিউর রহমান , রোমান মাল, সাংগঠনিক সম্পাদক মোশারফ মোল্লা, আজাদ খান, সোহাগ মাঝি প্রমূখ। পরিশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |