আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৩
ইসরাইলি প্রধানমন্ত্রী এবং এক মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারের আবেদন করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে বিল পাস করেছে মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি সভা। ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষে এই বিলের পক্ষে-বিপক্ষে ভোট হয়। সেখানে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিলটি রিপাবলিকানদের সমর্থনে ২৪৭ ভোটের মধ্যে ১৫৫ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়। অবশ্য প্রতিনিধি সভায় পাস হলেও বিলটি আইনে পরিণত হওয়ার কোনো আশা নেই। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
গাজায় অমানবিক হামলা চালিয়ে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির প্রসিকিউটর করিম খান। আইসিসিতে ওই আবেদনের পরপরই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভোটাভুটি করল মার্কিন প্রতিনিধি সভা। অবশ্য সেসময় আইসিসি’র ওই প্রসিকিউটর হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।
বিবিসির খবরে বলা হয়েছে, এই বিলটি যথাসম্ভব মার্কিন সিনেটর নিয়ন্ত্রণকারী দল ডেমোক্র্যাটদের কাছে উপেক্ষিত হবে। এছাড়া বিলটি আইনে পরিণত করতে হলে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। সেক্ষেত্রে বিলটির দৃঢ় বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এমন নিষেধাজ্ঞা সমর্থন করেন না বলে জানিয়েছে তার প্রশাসন।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |