আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৬
বিডি দিনকাল ডেস্কঃ-নতুন নির্বাচন কমিশন(ইসি) গঠনে ‘সরকার জনগনের সঙ্গে প্রতারণা করছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগী।
শনিবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘‘ আজকে দেখুন যে বাংলাদেশের মানুষ তাদের অধিকারের জন্য লড়াই করেছিলো, সংগ্রাম করেছিলো সেই বাংলাদেশের মানুষকে আজকে তাদের ন্যুনতম যে অধিকার, ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ইসি বা নির্বাচন কমিশন তৈরি করা হচ্ছে। আমরা পূর্বেই বলেছি যে, এই নির্বাচন কমিশন দিয়ে কোনো কাজ হবে না যদি না নির্বাচনকালীন সময়ে সরকার পরিবর্তন না হয়, সেটা নির্দলীয়ভাবে।”
‘‘ আজকে শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন করে, তারজন্য সার্চ কমিটি গঠন করে জনগনের সঙ্গে প্রতারণা করে পুরোপুরি জনগনকে বোকা বানিয়ে আবারো সেই ২০১৪ ও ২০১৮ সালের মতো একটা নির্বাচন কমিশন বানিয়ে তাদের(আওয়ামী লীগের) ক্ষমতাকে তারা পাকাপোক্ত করতে চায়, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।”
নুতন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের জন্য নামের প্রস্তাব চূড়ান্ত করতে সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটির বৈঠকে বসে। তারা দশ জনের নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে জমান দেওয়ার জন্য এই সার্চ কমিটি কাজ করছে। ইতিমধ্যে তারা চারটি বৈঠকও করেছে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে।
ছয় সদস্যের সার্চ কমিটিতে রয়েছেন হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসার নিয়ন্ত্রক ও নিরীক্ষক(সিএজি) মুসলিম চৌধুরী ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দি ইউনিভার্সেল একাডেমী’র উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জীবন-কর্মের ওপর ‘স্মৃতির অ্যালবাম’ গ্রন্থের প্রকাশনা উপলক্ষ্যে অনুষ্ঠান হয়।
২৭২ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমী। যার মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।
‘দুদক কর্মকর্তার চাকুরিচ্যুত প্রসঙ্গে’
মির্জা ফখরুল বলেন, ‘‘ আজকের পত্রিকা খুললে দেখবেন দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাকে তাকে অপসারণ করা হয়েছে এবং কেনো অপসারণ করা হয়েছে? তিনি যে ব্যাক্তিগুলোকে চিহ্নিত করেছিলেন যে এরা দুর্নীতি করছে ব্যাপকভাবে বিশেষ করে কক্সবাজারের দুর্নীতি করার ক্ষেত্রে। সেই মানুষগুলোই তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তিনি নাকী দুর্নীতি পরায়ন।”
‘‘ কোন রকমের সুষ্ঠু তদন্ত ছাড়াই তাকে অপসারণ করা হয়েছে। এই দেশ দুর্নীতি একটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার।”
গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত আইনমন্ত্রী-উপদেষ্টার কথোপকথন, চাঁদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমির অধিগ্রহনের শিক্ষামন্ত্রীর আত্বীয়-স্বজনের সম্পৃক্ততার সংবাদ তুলে ধরে তিনি বলেন, ‘‘ আজকেও আবার একটি পত্রিকায় দেখলাম যে, ঢাকা এয়ারপোর্ট থেকে টঙ্গির যে রাস্তা এই রাস্তার প্রতি কিলো মিটারের খরচ দেখানো হয়েছে ২১৩ কোটি টাকা যা পৃথিবীর কোথাও নেই। প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীত এবং এটি ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো ব্যাথির মতো।”
‘‘এখন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্নীতি করছেন উপাচার্যরা, এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন তারা দুর্নীতি করছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে, মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি করা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়-শিক্ষাতে এমন একটা জায়গা নাই যেখানে দুর্নীতি করা হচ্ছে না।’’
এই অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘‘
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে ড. খন্দকার মোশাররফ হোসেনের বরাণাঢ্য কর্মজীবনের কথা তুল দেশ ও দলের জন্য অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘ ড. খন্দকার মোশাররফ হোসেন সবসময় সব কালে জন্মায় না। এরা ক্ষনজন্মা মানুষ। তাদের সারাটা জীবন তার কাজের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। ড. মোশাররফ তার জীবনে যেখানে হাত দিয়েছেন সফল হয়েছেন।”
‘‘ তিনি দীর্ঘজীবী হউন, তিনি আরো বহু সময় ধরে এই জাতিকে নেতৃত্ব দিন, আমাদেরকে নেতৃত্ব দিন।তার জ্ঞান, তার দক্ষতা, অভিজ্ঞতা তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দেন বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেন- এই আশা এই কামনা করছি।”
স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘এই গ্রন্থ কোনো প্রবন্ধ বা কোনো নভেল বা সাহিত্য নয়। আমার জীবনে আমার কাছে যে সকল ছবিগুলো সংরক্ষিত ছিলো আমরা মনে ভেতরে পরিকল্পনা আসলো যেহেতু এই ছবিগুলো আমার আছে সেগুলো দিয়ে একটা বই হতে পারে। আমি বিশ্বাস করি যে, ছবি কথা বলে।”
‘‘ ছবি কথা বলে তাহলে আমার জীবনে বিভিন্ন পর্যায়ে ছা্ত্র জীবন, লন্ডনে অবস্থানকালে মুক্তিযুদ্ধে অবদান রাখার কিছু স্মৃতি, পারিবারিক, রাজনৈতিক, আমার রাজনীতির বাইরেও যে সামাজিক কাজ-কর্ম রয়েছে যেসব ছবি আমার কাছে সংগ্রহ আছে সেগুলো আমার ভবিষ্যত প্রজন্মের কাছে আমার অভিজ্ঞতা ও স্মৃতিগুলো শেয়ার করে যেতে চাই বলে এই গ্রন্থটি করেছি। এই গ্রন্থটি আমি উতসর্গ করেছি আমার নাতীদেরকে। আমার স্নেহষ্প্রদ নাতী খন্দকার মাশরাফ হোসেন, নিশান ইসলাম, খন্দকার ইশরাক হোসেন ও খন্দকার মিরাফ হোসেন, নাতনী মিহিরা সিয়ারা খন্দকারসহ দেশের বিদেশে বসবাসরত তাদের সমবয়েসী বাংলাদেশী নাতী-নাতনীদের উদ্দেশ্যে উতসর্গকৃত।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্ অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের নবীন আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য্ অধ্যাপক আফম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান,আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ, আলোকচিত্র সাংবাদিক নুর উদ্দিন আহমেদ নুরু, প্রকাশক শিহাব উদ্দিন ভুঁইয়া প্রমূখ বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে বিএনপি বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ ঢাকা,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, চিকিতসকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |