আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৬
ঢাকা : নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবিতে সারাদেশে পৌরসভা ও মহানগরে বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি ‘অনিবার্য কারণবশত’ পিছিয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আগামী ১০ জানুয়ারির পরিবর্তে পরদিন ১১ জানুয়ারি সোমবার এই কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক বিলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে রিজভী বলেন, ‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওই কর্মসূচি ১০ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।’
উল্লেখ, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সারাদেশে থানা পর্যায়ে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে কর্মসূচি সফল করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন রিজভী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |