মনির হোসেন জীবন- রাজধানীর মিরপুর মডেল থানার পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরী স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (৩০) ও মো: পাভেল খান (৩৩)। এদের মধ্যে পাভেল পেশায় একজন বাস চালক। আজ মঙ্গলবার দিবাগত রাতে ডিএমপি মিরপুর মডেল থানার পাইকপাড়া সড়ক গবেষণাগার ল্যাবরেটরী স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের দুই জনের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। আজ ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন ইয়াবাসহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর বাংলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো: ওমর ফারুক টেকনাফ থেকে ইয়াবা আনে। আর বাস চালক পাভেল সেই ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে। তাদের উভয়ের পরিচয় কারাগারে ২০১৮ সালে। কারাগার থেকে বের হয়ে তারা যৌথভাবে ইয়াবা বিক্রি করে। আজও তারা পাইকপাড়ায় ইয়াবা বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তারা উভয়েই একাধিকবার কারাগারেও ছিল। ওসি মোহাম্মদ মহসীন জানান, পরবর্তীতে তল্লাশি করে মোঃ ওমর ফারুকের কাছ থেকে এক হাজার পিস এবং মোঃ পাভেলের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওমর ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫ টি এবং পাভেলের বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।