আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৩০
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়াকে নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আশুগঞ্জ উপজেলা বিএনপি। সেই সঙ্গে তার ছেলে মঈনুল হক তুষারকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। বিএনপি নেতারা বলেন, উকিল আব্দুস সাত্তার বিগত ৪ বছর সংসদ থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে কোন যোগাযোগ ছিল না তার। ছেলে মঈনুল হক তুষার টিরআর কাবিখার নামে লুটপাট করছে। বিএনপি থেকে পদত্যাগ করে দলীয় সিদ্ধান্ত না মেনে তিনি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার নির্বাচনের অংশ নিলে তাকে ও তার ছেলে মঈনুল হক তুষারকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। যদি দলীয় নেতা-কর্মীদের কেউ তার পক্ষে নির্বাচনে পক্ষ নেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচবারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার। সর্বশেষ দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদ থেকে গত ১১ই ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান এ রাজনীতিবিদ।
২০১৮ সালের নির্বাচনে আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীকে বিজয়ী হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। তার ছেড়ে দেওয়া আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান বলেন, ‘আব্দুস সাত্তারকে দল থেকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে। দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের কারণেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো আদর্শ নেই, তিনি নষ্ট হয়ে গেছেন। ’
এদিকে, আব্দুস সাত্তারের ছেলে মাইনুল ইসলাম তুষার বলেন, ‘আমার এক আত্মীয় মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমার বাবা নির্বাচন করবেন কি না, এ বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তবে যদি নির্বাচন করেন তাহলে স্বতন্ত্র থেকে করবেন। তিনি কোনো দলে যোগ দেননি।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |