আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫২
মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত ও মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহারের দায়ে তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)র ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানিয়েছে, রোববার দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে বিকেল সোয়া ৬ টা শেষ হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।
আজ রাতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১২ টায় থেকে বিকেল সোয়া ৬ টা পর্যন্ত র্যাব-১ এর একটি দল রাজধানীর উত্তরখান থানার আটপাড়া এলাকায় “ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টার” এবং দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় “কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টার” ও আজমপুর কাঁচাবাজার এলাকায় “ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিক্যাল সার্ভিস” এ পৃথক দু’টি ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা জানান, এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃতে এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডাঃ দেওয়ান মোঃ মেহেদী হাসানের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালত ভোক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার পরিচালনা, মেডিসিন এর ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ, অবৈধভাবে রেজিস্ট্রেশন ব্যতীত, মেয়াদ উত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে “ফাস্ট কেয়ার ডায়াগনস্টিক এবং কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন ১ লাখ টাকা, “কেয়ার প্লাস ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল্লাহ ১ লাখ টাকা ও “ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এবং মেডিক্যাল সার্ভিস” এর স্বত্বাধিকারী মোছাঃ ফারজানা ইয়াসমিনের নিকট থেকে ১ লাখ টাকাসহ সর্বমোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |