আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৯
মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরা থেকে ১৬১ বোতল বিদেশী মদসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার মৃত মুনতাজ আলীর পুত্র মাসুদুল হক (৪০) ও রাজশাহী জেলার উসমান শেখের কণ্যা মোছাঃ ফাইজা শেখ (২৩)।
আজ বুধবার রাত সোয়া ৮ টায় ডিএমপি উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুদ আলম দুই মাদক কারবারিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল জানতে পারে, রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টর ৬ নং রোডের হাউজ নং-৬৯, (নূর জাহান গার্ডেন) এর চতুর্থ তলায় Resal Properties (Pvt.) Ltd. নামক অফিসে বিপুল পরিমান মাদকদ্রব্য বিদেশীমদ অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করে রেখেছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই স্হানে ঝটিকা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ মাসুদুল হক (৪০) ও মোছাঃ ফাইজা শেখ (২৩)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোঃ পারভেজ রানা জানান, এসময় গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ১৬১ (১৩৮.৭ লিটার) বোতল বিদেশী মদ, ১ টি ল্যাপটপ, ২ টি মোবাইল ফোন, ১ টি ব্যাংক চেক বই, ১ টি এটিএম কার্ড, ১ টি এনআইডি কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স এবং নগদ ৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই ফ্ল্যাটে মাদক ব্যবসার পাশাপাশি অসামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটক আসামীকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |