আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৭
মনির হোসেন জীবন / শফিকুল ইসলাম : রাজধানীর তুরাগ ও উত্তরায় প্রতারণা ও দস্যুতার প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল ও একটি চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মোঃ ওমর ফারুক ও মো. নাসির। উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দীন জানান, গ্রেফতারকৃত ওমর ফারুক ২০২০ সালের ১৫ মার্চ তুরাগ থেকে আশুলিয়া যাওয়ার কথা বলে মোহাম্মদ জিলন মিয়ার নিকট থেকে তার মোটরসাইকেলটি নিয়ে যায়। তারা দু’জন পূর্ব পরিচিত। জিলন মিয়া মোটরসাইকেলটি বিক্রি করে দেয়ার কথা বলে ফারুকের কাছ থেকে নিয়ে যায়। এরপর সে তার মোবাইল ফোনটি বন্ধ করে দেয় এবং জিলন মিয়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে মোটরসাইকেলটি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো। তিনি আরো জানান, ভুক্তভোগী জিলন মিয়া দীর্ঘ সাড়ে তিন বছর পর বাদি হয়ে গতকাল সোমবার তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই দিনই টঙ্গী-পশ্চিম থানার মিলগেট এলাকায় অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেফতার করে তুরাগ থানা পুলিশ। এসময় তার নিকট থেকে তার নিকট থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। অপরদিকে, গতকাল রোববার দিবাগত রাতে উত্তরা-পশ্চিম থানার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসার সামনে দস্যুতার প্রস্তুতিকালে মো. নাসির নামে এক ব্যক্তিকে টহল পুলিশের একটি দল তাকে আটক করে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। এডিসি মির্জা সালাউদ্দীন জানান, গ্রেফতারকৃত নাসির উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দস্যুতা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত নাসিরের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |