আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৩৪
মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর ভ্রাম্যমাণ আদালত। পরে আটককৃত সাত জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। অভিযানকালে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এদিকে, আজ বৃহস্পতিবার রাত ১১ টায় র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১, উত্তরার একটি দল তুরাগ থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক “এম আর কম্পিউটার” এর স্বত্বাধিকারী মোঃ মাসুদ রানা (৩৯)কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ মোস্তাফিজুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড মোঃ আমান উল্লাহ’কে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড, ফারুক আহমেদকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডকে এম মহিউদ্দিন মিন্টুকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ কামরুল ইসলাম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রেজাউল করিম’কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পারভেজ রানা আরো জানান, এ সময় আটককৃত আসামীদের নিকট থেকে ১৬ টি পাসপোর্ট এবং ১৮ টি ডেলিভারি স্লিপ জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |