আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:২৩
কামরুল হাসান বাবলু : রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম। তিনি এই থানারই সাবেক ওসি ছিলেন।
গতকাল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস থেকে তাকে গ্রেফতার করেছিল উত্তরা পূর্ব থানার একটি দল। কিন্তু এরপর সেখান থেকে ঢাকা আনলেও কয়েক ঘণ্টাও আটকে রাখা যায়নি তাকে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা-পুলিশের হেফাজত থেকে পালিয়েছেন সাবেক ওসি শাহ আলম।
ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।সরকার বিরোধী আন্দোলনের সময় পহেলা অগাস্ট উত্তরা পূর্ব থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছিল শাহ আলমকে। এর আগে তিনি শাহবাগ থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ২ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যার মামলায় আসামি করা হয় তাকে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়।
এদিকে পূর্ব থানা যোগাযোগ করেও কোনো কর্মকতাকে পাওয়া যাচ্ছে না । দুপুরের দিকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে এখন পর্যন্ত পুনরায় গ্রেফতার করা যায় নাই। পুরো লাপাতায় হয়ে গিয়েছে ওসি শাহ আলম । ।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |