আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫০
এম, এ কাশেম \ অতিব দুঃখজনক হলে ও সত্যি যে, আগের চাইতে সারাদেশের মতো চট্টগ্রাম উত্তর জেলাধিন মীরসরাই উপজেলা বিএনপি’র রাজনীতিতে এখন অনেকটা চাঙ্গাভাব নিতে শুরু করার প্রাক্কালে আবারো গ্রæপিংংয় মেতে উঠেছে বিএনপি’র মধ্যে লুকিয়ে থাকা দালাল-ধান্দাবাজ কিছু অতি উৎসায়ি আবাল নেতা-কর্মী নামধারীরা গ্রæপিং বাজদের কবল থেকে এখনো বুজি মুক্ত হতে পারেনি মীরসরাই বিএনপি! কারন, হিসেবে দেখা যাচ্ছে-কেউ বলছে মীরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন চেয়ারম্যান। আবার কেউ বলছে-মীরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন! অবশ্য, কেউ কেউ আবার বলছে নুরুল আমিন চেয়ারম্যান শুধু মীরসরাই মাটি ও মানুষের নেতা-ই নন্। তিনি মীরসরাই বিএনপি’র অভিবাভক ও !! ভাগ্যিস নুরুল আমিন ভক্তরা কিন্তু তাকে মীরসরাই বিএনপি’র অভিবাভক বলে এখনো বলতে দেখছিনা। অবশ্য, সাঈদ চৌধূরী ও মনিরুল ইসলাম ইউসুফ ভক্তরা ও কিন্তু এই সব কথা বলা থেকে পিঁছিয়ে থাকছেনা। তাহলে শেষ পর্যন্ত মীরসরাই বিএনপি’র কি হবে? এবং কে হবে মীরসরাই বিএনপি’র সত্যিকার চালিকা শক্তি? সত্যটা লিখতে গেলে কারো গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং কারো কারো গায়ে ফোসকা ও পড়ে যাওয়ার উপক্রম হয়! কিন্তু, সত্যতার প্রতি কারো সমর্থন থাকেনা! অথচ, তারা নাকী বিএনপি করে!! সত্যিকারার্থে যারা শহীদ জিয়া আদর্শে অনুপ্রানিত এবং বিএনপি’র নিবেদিত প্রাণ তারা কেউ সত্যটা কে অস্বীকার করে একগুয়েমী মনোভাব দেখিয়ে সত্য লেখাটির বিরোধিতা করতে পারেনা। অবশ্য, ভুল কিন্তু মানুষে করে। সুতরাং, এ লেখাটি ও ভুলের উদ্ধে নয়। আর যদি লেখাতে কোনো ভুল হয়ে থাকে থাকতে ও পারে। আর তা সংশোধনের সুযোগ সৃষ্টি করনার্থে সত্যতা সাপেক্ষ প্রতিবেকের বিরুদ্ধাচরণ না কওে সত্যতা সাপেক্ষ প্রতিবাদ লিপি আকারে জানান্ দেয়া ও প্রয়োজন। অতচ, বিএনপি’র মধ্যে লুকিয়ে থাকা বিএনপি’কে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত থাকা কিছু কু’চক্রি মহল ওউ প্রতিবেদকের পিঁছু নেয়। এতে দলের সু’নাম ও ক্ষুন্ন হওয়ার পথ থাকে। বিরোধিতা করার মাঝে ও সেই সব বিএনপি নেতা-কর্মী নামধারীদের বিএনপি’র নিবেদিত প্রাণ বলেত ও লজ্জ্বা, ক্ষোভ এবং দ্বিধা-দ্বন্দ থাকার-ই কথা বৈ কি। দেখা গেলো-চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র প্রোগ্রামে ওই নেতাদের ভক্ত অনুরাগিরা যার যার নেতা বক্তব্য রাখছেন মর্মে তার ছবি দিয়ে লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ কি সম্মিলিত ভাবে সব নেতার এক সাথে ছবি দিয়ে লিখেছে? তাহলে কারো কি বুজতে এখনো বাকী রয়েছে যে, মীরসরাই বিএনপি’র নতুন আহবায়ক কমিটি গঠন করা হলে ও কিন্তু গ্রæপিং নিপাত যায়নি। বলতে দ্বিধা নেই যে, যারা গ্রæপিং করে বা গ্রæপিং জিইয়ে রেখে আলাদা আলাদা ভাবে বিএনপি’র ব্যানার-সাইনবোর্ড নিয়ে হৈ হুল্লুড় করে তাদের কে দায়িত্ব থেকে বাদ দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে, প্রয়োজনে দল থেকে বহিস্কার ও করে এই মুহুত্বে দলকে বাঁচানোর প্রয়োজন হয়ে পড়েছে বলে তৃণমূল পর্যায়ের সাধারন নেতা-কর্মীরা মনে করে। বলতে গেলে বলা চলে-ওই সব গ্রæপিংধারী নেতা নামধারীদের দল থেকে বহিস্কার করলে ও কিন্তু দলের বিন্দুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং দলের জন্য আরো অনেক বেশী লাভ হবে বলে ও মনে করেন অভিজ্ঞ মহল।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |