আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৯
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন, মীরসরাই উপজেলার মিঠাছরা ইসলামীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, কিছমত জাফরাবাদ কেন্দ্রীয় ঈদগাহের সাবেক ইমাম ও তারাকাটিয়া জলিল শাহ্ ফকির জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আ.ন.ম. তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১১ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে তিনি বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। আলহাজ্ব মাওলানা আ.ন.ম. তাজুল ইসলাম মীরসরাই সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার অছি উদ্দিন মীর বাড়ির বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, নাতী-নাতনী, আত্মীর-স্বজন সহ অসংখ্য ছাত্র ও ভক্ত অনুরাগী রেখে গেছেন। শোক্ : মাওলানা আ ন ম তাজুল ইসলাম সাহেবের মৃত্যুর সংবাদে গভীর শোক্ প্রকাশ করেছেন মীরসরাই উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান।
তিনি এক শোক্ বার্তায় বলেন, আমার ছাত্র জীবনের অনেক স্মৃতি শ্রদ্ধেয় মাওলানা সাহেবের সাথে রয়েছে যাহা কোনো দিন ভূল বার নয়।। তিনি সহজ সরল এবং ছাত্রদের একজন প্রিয় হুজুর ছিলেন। এডভোকেট সাইফুর রহমান বলেন, আমি উক্ত মাদ্রাসার ছাত্র না হয়ে ও হুজুরের অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিলো। পরম দয়ালু মহান আল্লাহ্ রাব্বুল আল আমীন মাওলানা তাজুল ইসলাম সাহেবকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন। আমীন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |