ভোরের উদিত সূর্যের রশ্মির স্নিগ্ধ তাপে আমি তো বেশ ছিলাম।
মধ্যাহ্নের সূর্যের প্রখরতা এক দন্ড শান্তি দিলো না আমায়।
মনে হয় অক্টোপাসের মতো আঁকড়ে ধরতে চায়। নিজেকে গুটিয়ে রাখি সারাক্ষণ আর সুপ্ত বাসনার জাল বুনি।
হৃদয়ের যত না বলা কথাগুলো মনোঘরে এলোপাথাড়ি হয়ে ঘুরে বেড়ায়।।
হৃদয়ের আঙ্গিনায় কেবলি ভাবনার বেড়াজাল কিন্তু ——–
নিকষ কালো ছায়া আমায় ধেয়ে বেড়ায় দাপটের ভারে।
কি জানি কি হয়—– ভয় হয় প্রাণে।
আনন্দ, সুখ, সমৃদ্ধি , কামনা জ্যোতির্ময়
আমার চারপাশে।
জানিনা তবুও কেনো মিছে ভয়ে
চলি দোটানায়।
আমি শুধু অসুন্দরের মাঝে সুন্দরকে পেতে চাই।