আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:২০
কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলামঃ-কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নের যমুনা পাইক পাড়া এলাকায় ক্ষেতের ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র করে দুটি পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নের পাইকপাড়ার বাসিন্দা মৃত আব্দুস সামাদের পুত্র আশরাফ আলীর সাথে ক্ষেতের ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রæতার জের ধরে গত ২০/০৯/২০২০ইং বিকেলে আশরাফ আলী তার বসতবাড়িতে না থাকার অনুপস্থিতিতে সুযোগ বুঝে বিবাদী বাবলু (৪০), কাজল (৫৫), ঝরণা (৩৫), কহিনুর (৪৫), বাবু (২২) হামলা চালায়। এ সময় বিবাদীগণ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আশরাফ আলীর স্ত্রী মোছাঃ জয়নব বেগমকে এলোপাতারি মারপিট করে ফুলা জখম করে। মায়ের আত্মচিৎকার শুনে আফরোজা আঁখিতারা ছুটে আসলে তাকেও বিবাদীরা মারপিট করে ফুলা জখম করে। এ সময় বিবাদীগণ আশরাফ আলীর বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর, জয়নব বেগমের স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। মাকে বাঁচাতে আসা মেয়ে আঁখিতারার স্বর্ণের চেনও বিবাদীরা ছিনিয়ে নেয়। আশরাফ আলীর ঘরের শোকেজের ড্রয়ারের তালা ভেঙ্গে এনজিও থেকে উত্তোলন করা বাড়িতে গচ্ছিত ১ লক্ষ ৫ হাজার টাকা বিবাদীরা চুরি করে। এ ঘটনায় স্থানীয় স্বাক্ষী জামিলা বেগম, আব্দুল লতিফ, তাছলিমা বেগম আত্মচিৎকার শুনে ছুটে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে ঘটনা জানতে পেয়ে আশরাফ আলী তার স্ত্রী ও মেয়েকে অটো বাইকে করে উলিপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। আশরাফ আলী নিজে বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |