আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:১১
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বিএনপিপন্থী আইনজীবীদের সমালোচনা করে বলেছেন, তারা আদালতকে সঠিকভাবে কাজ করতে দিতে চান না। তারা অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে একটি অরাজনৈতিক সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন, যেটাকে বলছে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু সংবিধান অনুযায়ী তা কখনো সম্ভব হবে না। এই দূরাশা তাদের করা উচিত না।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, এই দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কেউ যদি মনে করে অন্যভাবে, বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসবে, সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। সোমবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নির্বাচনে এলো, না এলো সেটা বড় কথা নয়। আমরা চাই সবাই আসুক।
নির্বাচন যথাসময়েই হবে। তারা (বিএনপি) বিদেশিদের কাছে ধরনা দিয়ে ফেল মেরেছে। সাধারণ মানুষের প্রতি তাদের আস্থা নেই। তাই আজকে অস্ত্রের ঝনঝনানি, জঙ্গি তৎপরতা। তারা আদালতে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করতে চায়। আইনজীবীরা সন্ত্রাসে বিশ্বাস করে না। অথচ বিভেদ সৃষ্টি করে আদালতে পর্যন্ত সন্ত্রাস সৃষ্টি করতে চায়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান বক্তা হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি। এছাড়া উপস্থিত ছিলেন না রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং সম্পাদক আবদুন নূর দুলালের সঞ্চালনায় এতে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. বশির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ জগলুল কবির প্রমুখ।সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |