আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৩
এম,এ কাশেম চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়নের অধিবাসী, বর্তমান আবুধাবি প্রবাসী ও ব্যবসায়ি মোঃ ইব্রাহীম মির্জা সত্যি-ই একজন মানবিক মনের অধিকারি হিসেবে ইতিমধ্যে অনেকের কাছে প্রশংসনিয় ব্যাক্তি হিসেবে গ্রহন যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছেন।
একাধিক জনের কাছ থেকে জানা গেছে, উক্ত ইব্রাহীম মির্জা দেশে থাকাবস্থায় ও অনেক অসহায়, অভাবী ও দরীদ্র পরিবার গুলোর দিকে যথা সম্ভব সাহার্য-সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন।
তার ধারাবাহিকতায় তিনি বিদেশ গিয়ে ও তার সেই মানবিক কর্ম অটুট রেখেছেন। অন্যান্য সময়ের কথা বাদ দিলে ও এবারকার ঈদে এলাকার অনেক অসহায়/অভাবী-দরীদ্র পরিবার গুলোর যথাযথ খবরাখবর নিয়ে তার আর্থীক সম্ভাব্য সাহার্য-সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
কঠোর গোপনিয়তায় তার সামর্থানুযায়ি ঈদ এর আনন্দ বঞ্চিত কয়েক জনের মাঝে তার সামর্থ অনুযায়ি কিছু না কিছু দিয়ে তাদের মুখে হাঁসি ফোটানোর চেষ্টা করে গেছেন তিনি। কয়েক জনের অনুমান নির্ভর বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান্ দিয়ে বললেন-আমি আমার সামর্থ অনুযায়ি যাকে যাহা পেরেছি তাহা দিতে পেরে নিজেকে খুব বেশী ধন্য মনে করছি। তবে, এ বিষয়টি একমাত্র আল্লাহ্ ছাড়া অন্য কাউকে জানার সুযোগ দিতে চাইনা।
বিষয়টি সম্পর্কে অনেকের মন্তব্য: বর্তমান দেশ ও সমাজে এমন মানবিক মনের অনেক মানুষের ভীঁড়ে উক্ত ইব্রাহীম মির্জা ও একজন।
যারা এবারকার ঈদে অন্যান্য মানবিক মনের অধিকারিদের মধ্যে ইব্রাহীম মির্জার আর্থীক কিছু না কিছু পেয়ে ঈদের আনন্দে সামিল হতে পেরেছেন তারা অবশ্য-ই প্রাণ খুলে দোয়া করছেন তার তার জন্য। এবং ওই সব পরিবারের কাছ থেকে যারা বিষয়টি জানতে পারবেন তারা ও নিশ্চয় তার জন্য দোয়া করবেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |