আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৬
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার বিতর্কিত বক্তব্য রাখলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমে তিনি বলেন, ‘একবার ২০১৪ সালে অটোপাস হয়েছি। এরপর ২০১৮ সালে এসে রাতে কাজ সেরে দিয়েছি।’
গত ২২শে ডিসেম্বর লোহাগাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। সম্প্রতি বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ বক্তব্য নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও নানা আলোচনা-সমালোচনা চলছে। ভিডিওতে খোরশেদ আলম চৌধুরীকে বলতে শোনা যায়, ‘এখন নদভী (চট্টগ্রাম-১৫,সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) বলেছেন উনি দু’বার এমপি নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একবার ২০১৪ সালে অটোপাস করেছেন। এর মানে হলো করোনার সময় এসএসসি পরীক্ষা হয়নি। তারপরও সবাই উত্তীর্ণ হয়ে গেছে। এরকম ২০১৪ সালের নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়ায় করোনাকাল ছিল।
ওই নির্বাচনে বিএনপি, জামায়াতসহ কোনো দল যায়নি। সংবিধান রক্ষার জন্য একটি ভোট দেয়া হয়েছিল। এতে করে উনি এমপি হয়েছিলেন। ওইবার ২২৬টার মতো আসনে অটোপাস হয়ে গিয়েছিল। বাকিগুলোতে কোনোমতে ভোট হয়েছিল। এরপর ২০১৮ সালে এসে রাতে কাজ সেরে দিছি। এখন আবার উনি এসেছেন।’ খোরশেদ আলম বলেন, ‘এখন নদভী আমাদের বলছেন এই নৌকায় ওঠার জন্য। তবে আমরা তার ছিদ্রযুক্ত নৌকায় উঠতে পারবো না। প্রকৃতপক্ষে আমরা হলাম নৌকার দাবিদার এবং নৌকার মানুষ। এজন্য আমরা এবার নদভীর নৌকায় না উঠে মোতালেব সাহেবকে আপনাদের কাছে নিয়ে আসলাম। কারণ নদভীর এ ছিদ্রযুক্ত নৌকা দিয়ে খাল নয়, বিল পর্যন্ত পার হওয়া যাবে না। তাই এই নৌকায় আমরা না উঠে পালিয়ে আসছি।’
এর আগে গত ২৪শে ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের নির্বাচনী প্রচারণায় গিয়ে ২০১৪ সাল ও ২০১৮ সালের নির্বাচন নিয়ে একইভাবে বেফাঁস মন্তব্য করেছিলেন রিটন বড়ুয়া রোনা। তিনি আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার নিকটাত্মীয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই বক্তব্যে রোনাকে বলতে শোনা যায়, ‘আমি একটি কথা বলতে চাই। আমরা ২০১৪ সালের নির্বাচনে ভোট ডাকাতি করেছি, সোজা কথা। আমরা এমনিতে আসিনি। ২০১৮ সালে আমরা ভোট ডাকাতি করেছি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন, আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে। আমাদের একজনের গা-পায়ে আরেকজন না বাজে (লাগে), আমাদের সোজা লাইন ধরে ভোট দিতে হবে। এটি বহির্বিশ্বকে দেখাতে হবে।’সূত্র:মানবজমিন
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |