আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৪
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:-বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে বাধ্য হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কংগ্রেসের যৌথ অধিবেশন চলাকালীন ট্রাম্প সমর্থকরা অতর্কিতে হামলা চালালে সেখানে এক অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়। ট্রাম্প সমর্থকরা এ সময় ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া সেখানে ঘটেছে গোলাগুলির ঘটনাও।
এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনাকে বিক্ষোভ নয়, সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অভিহিত করেছেন তিনি।
জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা ৬ জানুয়ারি বুধবার কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বসেন। এর আগেই উগ্রপন্থী সংস্থার সদস্যসহ ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেখানে নির্বাচনের পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের কাছে সমবেত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে ট্রাম্প বক্তব্য দেওয়ার পর এই গোলযোগ দেখা দেয়। বক্তব্যে পুরোনো অভিযোগ ব্যাপক জালিয়াতির মাধ্যমে তার কাছ থেকে নির্বাচন ‘চুরি করে নেওয়া হয়েছে’ বলে অভিযোগ করেন ট্রাম্প।
সংঘর্ষের সময় ট্রাম্প সমর্থকরা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ক্যাপিটল ভবনেও চলে ভাঙচুর। পুলিশ টিয়ারগ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এ পর্যন্ত একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় স্থানীয় সময় ৭ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত ওয়াশিংটনে কারফিউ জারি করা হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |