- প্রচ্ছদ
-
- মিডিয়া
- এনটিভির ১৯ বছরে পদার্পণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের(DUJ) সভাপতি কাদের গনির শুভেচ্ছা
এনটিভির ১৯ বছরে পদার্পণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের(DUJ) সভাপতি কাদের গনির শুভেচ্ছা
প্রকাশ: ৩ জুলাই, ২০২১ ১০:২১ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক :- ভালোবাসায়, অর্জনে ১৯তম বছরে এনটিভি।শুভ জন্মদিন। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে এনটিভির জন্ম। আর এই আগামীর পথে একটু একটু করে চলতে চলতে ১৮টি বছর সাফল্যের সঙ্গে পার করল বেসরকারি এই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। আজ ১৯ বছরে পদার্পণ করল জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি।
এই পথচলায় এনটিভি কুড়িয়েছে অগণিত দর্শকের ভালোবাসা। দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। দর্শকের অবিরাম তথ্য ও বিনোদনের চাহিদা পূরণ, দেশের ভাষা ও সংস্কৃতির মর্যাদা অক্ষুণ্ণ রাখা ও রুচিশীল বিনোদনের মাধ্যমে সংস্কৃতিকে এগিয়ে নেওয়াই ছিল এনটিভির অন্যতম প্রয়াস। দেড়যুগ শেষে এটুকু বলা যায়,নানান প্রতিকূলতার মধ্যেও এনটিভি সেটি অনেকাংশে পূরণ করতে পেরেছে।
১ ৮ বছর পূর্তির এই শুভক্ষণে এনটিভি পরিবারের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নিরপেক্ষতা বজায় রেখে সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় অটুট থাকুক এনটিভির।
“ফিরে এসো, বাক স্বাধীনতা।অবসান ঘটুক গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনের
Please follow and like us:
20 20