আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৯
pnbd24:-কুয়েতে কারাগারে আটক বাংলাদেশী এমপি শহিদ ইসলাম পাপুলের সাথে অবৈধ মানব পাচার কাজে যুক্ত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মরত একজন মেজর জেনারেলকে সাসপেন্ড করা হয়েছে। তার নাম হচ্ছে মাজিন আল জারাহ। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি।
এই প্রথমবার কোন সরকারি কর্মকর্তার নাম প্রকাশ হলো। মোট সাতজন কুয়েতী গুরুত্বপূর্ণ নাগরিককে পাপুলের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তিন জন সাবেক ও বর্তমান এমপিও আছেন। কিন্তু এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের নাম জানানো হয়নি।
কুয়েতের সরকারি পত্রিকা আরব টাইমস এই প্রথম একজনের নাম প্রকাশ করলো। তিনি মেজর জেনারেল মাজিন আল জারাহ।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপ প্রধানমন্ত্রী আনাস আল সালেহ তার মন্ত্রণালয়ের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাসপেন্ড করার আদেশে স্বাক্ষর করেন।
এদিকে বাংলাদেশের সাংসদ শহিদ ইসলামকে ৬ জুন রাতে কুয়েত সিটির মুশরিফ এলাকার বাসা থেকে আটক করে সিআইডি। এরপর রিমান্ড শেষে তাঁকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। যদিও একাধিকবার জামিনের আবেদন করে ব্যর্থ হয়েছেন তাঁর আইনজীবী। আগামী ৯ জুলাই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির কথা রয়েছে।(30-6-2020)
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |