আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৪
ঢাকা: রাজধানীর নিউমার্কেট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন। বুধবার (৭ এপ্রিল) সকাল সোয়া ৭টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে যায় পথচারী শিপু হালদার। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পথচারী শিপু হালদার বলেন, নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে যায়। সিএনজি চালককে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, এই ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটক রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |