আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৩
ডেস্ক:-এসআই আকবর অবশ্যই ধরা পড়বে বলে সিলেটে নিহত রায়হানের মা সালমা বেগমকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সোমবার বেলা পৌনে ২ টায় নিহত রায়হানের বাড়িতে গিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন- পুলিশও আকবরকে খুঁজছে। তাকে ধরতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। পুলিশ বসে নেই। তিনি এ সময় নিহত রায়হানের মাকে অভয় দিয়ে বলেন- আন্দোলন করে, পুলিশের উপর হামলা চালিয়ে বিচায় হয় না। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি পুলিশকে সহযোগিতার কথা বলেন।
রায়হানের মা জানান- রায়হানের দাদাও একজন পুলিশ ছিলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানববন্দরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রায়হান দু:খজনক ভাবে মারা গেছে- এতে সবাই দু:খিত বলে মন্তব্য করেন মন্ত্রী। বলেন- সিলেটের পুলিশ খুবই কনসাস। মামলা মামলার নিয়মে চলবে। একমাত্র আকবর ছাড়া সবাই পুলিশের কাছে রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |