আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০০
>>> রাজলক্ষ্মী মৌসুমী:-
>>> হৃদয়ের রং তুলিতে মহা তরঙ্গের ঢেউ উঠেছে।
>>> কখন যে দুরাশার কালো মেঘ ছিনিয়ে নেবে এক নিমিষে।
>>> দিনমনি কুয়াশার আড়ালে আমায় দেখে মুচকি হাসে
>>> এ যে কোন হাসি জানি আমি।
>>> বালুকাময় তীরে দিনের প্রথমে অসময়ে অবসর প্রেমের ছাওনি উড়াল দিলো উত্তরের ঐ কোণে।
>>> অবহেলা অনাদরে অস্থির মনের পালকগুলোও যেনো উড়ে যেতে চায় তার পানে।
>>> এমনিতর হৃদয়ের রং চাইনি তো?
>>> তুমিই এসেছো মনের অজান্তে।
>>> আমি যেমনি আছি তেমনি থাকি।
>>> তোমার সারাদিনের ক্লান্তি আর নকল ভালোবাসা
>>> ঘুচবে না আমার মনের ঘরে।
>>> আর কখনও হয়তো
>>> যাবো না তোমার মনোরথে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |