আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০১
যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নতুন রেকর্ড করেছে। এ ভাইরাস শনাক্ত হওয়ার পর এ যাবতকালের মধ্যে বিশ্বে একদিনে সর্বোচ্চ কমপক্ষে ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। গড়ে দিনে আক্রান্ত হচ্ছেন প্রায় ৯ লাখ মানুষ। ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। রাজ্য সরকারগুলোকে প্রয়োজনে ১৪৪ ধারা জারির ক্ষমতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে মুম্বইয়ে আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাটে করোনাভাইরাস সংক্রমণকে ‘স্টেট অব কনসার্ন’ বলে আখ্যায়িত করা হয়েছে। সংক্রমণ রেকর্ড ভঙ্গ করেছে ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল, বৃটেন ও অস্ট্রেলিয়ায়।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরোস আধানম ঘেব্রেয়েসাস সতর্ক করেছেন বিশ্ববাসীকে। তিনি বলেছেন, এই দুটি ভ্যারিয়েন্টের আক্রমণে এক বিপজ্জনক সুনামির দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি, স্কাই নিউজ, এনডিটিভি।
যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে যখন নতুন আক্রান্তের সংখ্যা নতুন নতুন রেকর্ড গড়ছে তখন এই সতর্কতা দিলেন তিনি। দ্বিতীয় দিনের মতো ইউরোপের দেশ ফ্রান্সে এ যাবৎকালের মধ্যে একদিনে কমপক্ষে দুই লাখ আট হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে দিনে গড়ে রেকর্ড দুই লাখ ৬৫ হাজার ৪২৭ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার পোল্যান্ডে করোনায় মারা গেছেন কমপক্ষে ৭৯৪ জন। করোনার চতুর্থ ঢেউয়ের এই সময়ে এটাই সেখানে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এসব মানুষের চার ভাগের তিন ভাগের বেশি করোনাভাইরাসের টিকা নেননি। এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে, বিশ্বের বহু দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। ডেল্টার চেয়ে তার সংক্রমণ সক্ষমতা অনেক বেশি। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে তা কম ভয়াবহতা সৃষ্টি করে। ধারণা করা হচ্ছে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধিতে এই ভ্যারিয়েন্টের ভূমিকা বেশি। এমন অবস্থায় ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন, তিনি আর ওমিক্রন সংক্রমণকে করোনার ঢেউ বলে মনে করবেন না। তিনি একে অভিহিত করেন ‘জোয়ারের ঢেউ’ হিসেবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডেল্টা এবং ওমিক্রনকে ‘যমজ হুমকি’ হিসেবে সতর্ক করেছেন। বলেছেন, মোট যে পরিমাণ মানুষ সংক্রমিত হচ্ছেন, তার প্রায় সবই এই দুটি ভ্যারিয়েন্টের জন্য। এর ফলে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর অব্যাহতভাবে তীব্র চাপ সৃষ্টি করেছে। এতে স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, বর্তমানে প্রতিদিন বিশ্বে নতুন করে প্রায় ৯ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে, ফ্রান্সে প্রতি সেকেন্ডে দু’জন করে মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। একদিনে তাদের আক্রান্তের সংখ্যা কমপক্ষে দুই লাখ ৬৫ হাজার। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, যুক্তরাষ্ট্রে জানুয়ারির মাঝামাঝি সংক্রমণ পিক-এ বা সর্বোচ্চে পৌঁছাতে পারে। ওদিকে করোনা সংক্রমণের বিরুদ্ধে সম্পদশালী অনেক দেশ টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ প্রয়োগ শুরু করেছে। এর মধ্যে বৃটেনে শতকরা ৫৭ ভাগ মানুষের বয়স ১২ বছরের বেশি। তাদেরকে দেয়া হয়েছে বুস্টার ডোজ। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরোস বলেছেন, ধনী দেশগুলোর ব্যাপক আকারে বুস্টার ডোজ দেয়ার জন্য করোনা মহামারি প্রলম্বিত হবে। কারণ, এর ফলে দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহ দেয়া থেকে মুখ ফিরিয়ে নেয়া হচ্ছে। ফলে ভাইরাসকে আরও বিস্তার লাভ করার এবং রূপান্তরিত হওয়ার ব্যাপক সুযোগ দেয়া হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণের বর্তমান চিত্র একনজরে: ফ্রান্সে নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৮ হাজার মানুষ। এর মধ্যে ৫৩ জনকে রাখা হয়েছে আইসিইউতে। মারা গেছেন ১৮৪ জন। রাজধানী প্যারিসে রেসিডেন্ট ও পর্যটকদেরকে ঘরের বাইরে বের হলেই মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ শুক্রবার থেকে চালু হচ্ছে। ১২ বছর এবং তার চেয়ে বেশি বয়স যাদের, সবার ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। অমান্য করলে ১৩৫ ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে।
বৃটেনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৩৭ জন। মারা গেছেন ৫৭ জন।
ইতালিতে মঙ্গলবারে আক্রান্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৩১৩ জন। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ২০ জনে।
ডেনমার্কে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২২৮ জন। এর মধ্যে এক হাজার ২ শ’ ৫ জনের আগেই করোনা সংক্রমণ ছিল।
পর্তুগালে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ১৭২ জন। বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮শ’ ৬৭ জনে। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৪ জন। মঙ্গলবার আক্রান্তের রেকর্ড ভঙ্গকারী সংখ্যা ছিল ১১ হাজার ৩০০। ফলে বুধবারের ওই সংখ্যা তার চেয়ে অনেক অনেক বেশি।
গ্রিসেও একদিনে রেকর্ড সৃষ্টি হয়েছে সংক্রমণে। বুধবার সেখানে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২৮ জন।
ইংল্যান্ডে আর পিসিআর টেস্ট হচ্ছে না: ব্যতিক্রমভাবে চাহিদা বৃদ্ধির ফলে ইংল্যান্ডে এখন আর পিসিআর টেস্ট হচ্ছে না। সেখানে সাপ্তাহিক হিসেবে মৃত্যু কমে এলেও ২৪ ঘণ্টায় নতুন করে রেকর্ড এক লাখ ৮৩ হাজার ৩৭ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। পরীক্ষাকেন্দ্রগুলোতে টিকাবিরোধী বিক্ষোভ করছে যারা, তাদের সম্পর্কে তথ্য দেয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। বর্তমানে পুরো ইংল্যান্ডে করোনাভাইরাসের পিসিআর টেস্টের অ্যাপয়েন্টমেন্ট নেই। সাধারণ মানুষ ও অত্যাবশ্যকীয় কর্মীদের জন্য এখন বাসায়ও পিসিআর টেস্টের ব্যবস্থা নেই। এই পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট এখন আছে শুধু স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসে। ওই অঞ্চলের করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল বৃহস্পতিবার দিনের শেষের দিকে মিটিংয়ে বসার কথা উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের। সোমবার থেকে যে বিধিনিষেধ কার্যকর হয়েছে সে সম্পর্কেও তারা বিবেচনায় নেবেন। ওই বিধিনিষেধের অধীনে বার ও রেস্তরাঁয় টেবিল সার্ভিস সীমিত করা হয়েছে। কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব পুনর্বহাল করা হয়েছে। বুধবার বৃটেনে একদিনে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজারে দাঁড়ানোর পর উত্তর আয়ারল্যান্ডের পার্লামেন্ট স্টরমন্টের মন্ত্রীরা মিটিং করার সিদ্ধান্ত নেন।
এরই মধ্যে দ্রুতগতিতে বিস্তার লাভের ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যারিয়েন্ট পশ্চিম ও পূর্ব ইউরোপে থাবা বিস্তার করেছে। পূর্ব ইউরোপে যারা কম টিকা নিয়েছেন সেখানে বড়দিনের পরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এ অঞ্চলের বহু দেশ সম্প্রতি করোনাভাইরাসের ঢেউ থেকে উঠে এসেছে। এ সময় সেখানে স্বাস্থ্য ব্যবস্থার ওপর এক বিপর্যয়কারী চাপ সৃষ্টি করে। এখন যেহেতু পুরো অঞ্চলে ওমিক্রন সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং বড়দিনে জমায়েত বৃদ্ধি পেয়েছিল, ফলে সামনের কয়েকটি সপ্তাহ সংক্রমণ আরো দ্রুতগতিতে বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোমানিয়ার ন্যাশনাল সেন্টার ফর সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল অব কমিউনিকেবল ডিজিজেস-এর পরিচালক আদ্রিয়ানা পিস্তল সতর্ক করেছেন এই বলে যে, তার দেশে নতুন ঢেউয়ে দিনে কমপক্ষে ২৫ হাজার করে মানুষ সংক্রমিত হতে পারেন। ইউরোপিয়ান ইউনিয়নে সবচেয়ে কম টিকা দেয়া দ্বিতীয় দেশ রোমানিয়া। সেখানকার ৬৫ বছরের বেশি বয়সীদের অথবা জটিল রোগ নিয়ে বসবাস করছেন এমন শতকরা প্রায় ৬০ ভাগ মানুষ টিকা নেননি। আদ্রিয়ানা পিস্তল বলেছেন, যদিও ওমিক্রন ভ্যারিয়েন্ট ভয়াবহতা সৃষ্টি করে না, তবু তা স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |