আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:৫৭
বিডি দিনকাল ডেস্ক:- এবারো ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। এতে অংশ নিতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের। তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু না, শেষ সময়ে এসে আটকে গেলেন। বলা হচ্ছে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। মন্ত্রী ক’দিন ধরে অসুস্থ। গত সপ্তাহে শারীরিক জটিলতা তাকে এতটাই কাবু করেছিল যে তুরস্ক থেকে ফেরার পথে বিমানে পড়ে গিয়েছিলেন। তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল।
এতকিছু সত্ত্বেও মন্ত্রী মোমেন রাষ্ট্রীয় এবং সরকারি দায়িত্বের কারণে বিশ্রাম নিতে পারছেন না। ফলে এবার চিকিৎসক তাকে অনেকটা বাধ্য করেছেন পাকিস্তান সফরটি বাতিল করতে এবং বিশ্রামে থাকতে! সেগুনবাগিচায় অবশ্য ভিন্ন আলোচনা। আদতে মন্ত্রী কতটা বিশ্রাম করতে পারবেন তা সময়েই দেখা যাবে।
তবে তার সফরটি যে আটকে গেছে- তা নিয়ে কোনো সংশয় নেই। বরং দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে, মন্ত্রী মোমেনের বদলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ইসলামাবাদ যাচ্ছেন। পাকিস্তানে কাল থেকে শুরু হচ্ছে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ৪৮তম বিশেষ বৈঠক। দুদিনের ওই বৈঠকে অংশ নিতে মন্ত্রী মোমেনকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাখদুম কোরেশি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি’র ইসলামাবাদ সফরের কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে সেটিও বাতিল হয়ে যায়। সেই সময়েও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক ছিল। সফর বাতিলের কারণ হিসেবে তখন বলা হয়েছিল কোভিড সংক্রমণের আশঙ্কায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইসলামাবাদ সফরটি বাতিল করা হয়েছে।
কোভিড-১৯-এ আক্রান্ত একজনের কাছাকাছি যাওয়ার পর থেকে প্রতিমন্ত্রী আইসোলেশনে রয়েছেন বলেও তখন জানানো হয়েছিল। অবশ্য প্রতিমন্ত্রীর সফর বাতিল ‘পলিটিক্যাল কোভিড’ এর কারণে ছিল কিনা? সে প্রশ্ন উঠেছিল। তখনও প্রতিমন্ত্রীর বদলে সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে পাঠানো হয়েছিল। আফগানিস্তান সংকট নিয়ে অনুষ্ঠিত ওআইসির সেই বৈঠকে সচিব অংশ নিলেও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কোনো ঝুঁকি নেননি। এবারেও ঢাকা-ইসলামাবাদ দ্বিপক্ষীয় বৈঠকের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সেগুনবাগিচা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |