আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:২৩
কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে ব্রাজিল সমর্থক এক তরুণের ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন আর্জেন্টিনা সমর্থক আরেক তরুণ। তার পেটে, হাতে, পায়ে ও পিঠে ছুরিকাঘাত করা হয়। আজ সকালে টেকনাফের হৃীলা ইউনিয়নের মহেশখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ইকবালকে উদ্ধার প্রথমে হৃীলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা গেছে, আহত আর্জেন্টিনার সমর্থক ইকবাল (১৬) মহেশখালিয়া গ্রামের আবদুর রহিমের পুত্র। ছুরিকাঘাতকারী ব্রাজিল সমর্থক রেদোয়ান (১৭) একই এলাকার মোহাম্মদ শরীফের পুত্র।
আহত ইকবাল জানান, আজ সকালে উপজেলার হোয়াইক্যং মহেশখালীয়া পাড়ার জোড়া পুকুর সংলগ্ন এলাকায় তিনি ও ইকবাল একটি দোকানে বসে একসাথে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা দেখেন। খেলা শেষে ব্রাজিল ১-০ গোলে হেরে গেলে আর্জেন্টিনার খেলোয়াড় ও তাদের সমর্থকদের গালাগালি শুরু করে রেদোয়ান।
এসময় তাকে বারণ করলে ইকবালকেও গালাগালি শুরু করে রেদোয়ান। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাড়ি থেকে ছুরি নিয়ে এসে ইকবালকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায় রেদোয়ান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ছুরিকাঘাতকারী রেদোয়ানের বিচার চেয়েছেন এলাকাবাসী।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |