আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৫৯
কক্সবাজার:-কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য সুজাউদ্দিন রুবেলের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) আয়োজিত মানববন্ধন থেকে আগামী ২ দিনের মধ্যে আসামিদের শনাক্তপূর্বক গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার পৌরসভা চত্বরে সিবিইউজের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী নেতাসহ জনপ্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট তাপস রক্ষিত, পৌর কাউন্সিলর সালাউদ্দিন সেতু, বিএফইউজের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রবীণ সাংবাদিক ও লেখক বিশ্বজিত সেন বান্চু ও নজিবুল ইসলাম, সাংবাদিক আবদুল কুদ্দুছ রানা প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |