আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩০
নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী গতকাল উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে বিকেল ৪ টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়, বিজ্ঞ জিপি এ্যাড. আসম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া নজরুল একাডেমির সভাপতি সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার বলেন, কাজী নজরুল ইসলাম শুধু আমাদের জাতীয় কবি নয়, তিনি বাঙালি জাতীয়তাবাদের মুক্তির পথ দেখিয়েছে। বিদ্রোহী লেখনির মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিকের ভিৎ কাঁপিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, কবি নজরুল বাঙালিদের জাতীয়তাবোধ ও মুক্তির মঞ্চে উজ্জীবিত করেছেন। সকল শিক্ষকের প্রতি আমার অনুরোধ আপনারা শিক্ষার্থীদের বেশি বেশি করে জাতীয় কবির জীবন দর্শন তুলে ধরবেন। আজকের প্রজন্মকে মাথা নত না করার এবং স্বাধীনতার পক্ষে গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে শিশু একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের মাঝে কাজী নজরুল ইসলামের জীবনের উপর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে কাজী নজরুল ইসলামের সঙ্গীত ও কবিতা আবৃত হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |